Ajker Patrika

মনোনয়ন নিয়ে বাণিজ্য হয়নি: মোছলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৬: ২৩
মনোনয়ন নিয়ে বাণিজ্য হয়নি: মোছলেম উদ্দিন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘিরে মনোনয়নবাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রামের দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব অস্বীকার করেন।

মোছলেম উদ্দিন বলেন, ‘সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পাইয়ে দিতে আমার নাম ব্যবহার করে ফেসবুকে যে পোস্ট দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মানুষ। রাজনীতি করতে গিয়ে চলার পথে ভুল-ত্রুটি হতেই পারে। তবে যে অভিযোগ উঠেছে, এ ধরনের কোনো অন্যায় কাজ আমি করিনি। তবুও আমার ভুল-ত্রুটি হয়ে থাকলে যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীর মনোনয়নের তালিকা তৈরিতে কোনো কারচুপি হয়নি বলেও দাবি করেন মোছলেম উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এবার ইউপি নির্বাচনে নিয়ম অনুযায়ী তৃণমূল থেকে জেলা পর্যায়ে আলোচনা করে একটা তালিকা কেন্দ্রে পাঠাতে হয়েছে। চট্টগ্রাম থেকে যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের সবার তালিকা নিয়েছি, বক্তব্য নিয়েছি। আমাদের একার পক্ষে মনোনয়ন পাইয়ে দেওয়ার, সুপারিশ করার কোনো সুযোগ নেই।’

কেউ তাঁর নাম ব্যবহার করে অন্যায় করলে সেটির দায় তিনি নেবেন না বলেও মন্তব্য করেন মোছলেম উদ্দিন। তিনি বলেন, ‘সম্প্রতি আমার নাম উল্লেখ করে ফেসবুকে চেকের কপি দিয়ে পোস্ট করা হয়েছে। তবে আমার নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে এটার জন্য আমি দায়ী নই। কিন্তু যে লোক ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তিনি আবার গতকাল (পরশু) ফেসবুকে আমার প্রশংসাও করেছেন। আমার কাছে ক্ষমাও চেয়েছেন। তাঁর প্রতি আমার কোনো অভিযোগ নেই। বরং আমি তাঁর নিরাপত্তা নিয়েই ভাবছি।’

এ ছাড়া সাতকানিয়ার চরতি ইউপিতে জামায়াতের সাবেক নেতা মুমিনুল হক চৌধুরীর ছেলে রুহুল্লাহ চৌধুরীকে মনোনয়ন দেওয়া নিয়েও কথা বলেছেন মোছলেম উদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, ‘মুমিনুল হকের ছেলে রুহুল্লাহর নাম আমরা কেন্দ্রে পাঠাইনি। আমরা পাঁচজনের নাম পাঠিয়েছিলাম। তবে কেন্দ্র চাইলে নাম যোগ করতে পারে। জামায়াতের সঙ্গে রুহুল্লাহর সংশ্লিষ্টতা থাকার বিষয়টি ওবায়দুল কাদেরকে জানানো হয়েছে।’

গত ৬ জানুয়ারি নিজের ফেসবুকে চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দীন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে ১৫ লাখ টাকার চেক নেওয়ার অভিযোগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত