Ajker Patrika

শেরপুরে এক মাসে কবর থেকে ২৫ কঙ্কাল চুরি

শেরপুর প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২২, ১১: ৫১
শেরপুরে এক মাসে কবর থেকে ২৫ কঙ্কাল চুরি

শেরপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে কঙ্কাল চুরির ঘটনা। এক মাসের ব্যবধানে শুধু শেরপুর সদরেই অন্তত ২৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। কঙ্কাল চুরির এসব ঘটনায় ভয় ও আতঙ্ক কাজ করছে মৃতের স্বজনদের মধ্যে। থানা-পুলিশ বলছে, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি। লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ৪ মার্চ সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা সামাজিক কবরস্থানে ১৪টি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনার বিষয় জানতে পারেন এলাকার মানুষ। স্থানীয় শিক্ষক মো. আবু জাহিদ জানান, জুমার নামাজের পর একজন তাঁর আত্মীয়ের কবর জিয়ারত করতে যান রৌহা বাজারের পাশের সামাজিক কবরস্থানে। সেখানে গিয়ে কবরে গর্ত দেখে স্থানীয়দের ডাক দেন। এ সময় আরও অন্তত ১৩টি কবরে গর্ত দেখা যায়। পরবর্তীতে স্থানীয়রা কবরের মাটি সরিয়ে দেখতে পান, কবরে কোনো কঙ্কাল নেই।

এর আগে গত ২ জানুয়ারি মধ্যরাতে একই ইউনিয়নের হালগড়া স্কুল সংলগ্ন ফটিয়ামারী সামাজিক কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরি হয়।

স্থানীয় সাংবাদিক ও কলেজশিক্ষক মহিউদ্দিন সোহেল বলেন, বাকি কবরগুলোর নিরাপত্তা নিয়েও শঙ্কায় স্বজনেরা। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাইফুজ্জামান সোহেল বলেন, ১০-১২টি কবরের মাথার কাছে খোঁড়া এবং কবরের বাঁশও কয়েকটি ওঠানো।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত