Ajker Patrika

ক্যাটরিনা আসছেন ভয় দেখাতে

আপডেট : ২৯ জুন ২০২২, ০৯: ০৪
ক্যাটরিনা আসছেন ভয় দেখাতে

বিয়ের ৬ মাস পেরিয়ে গেছে। গত বছরের ৯ ডিসেম্বর ভিকি কৌশলকে বিয়ে করে একপ্রকার আড়ালেই চলে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। এত দিন কোনো কাজের খবরে তাঁর নাম ছিল না। সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন কেবল নিজেদের ব্যক্তিগত ছবিই পোস্ট করেছেন ক্যাটরিনা। অনেক দিন পর সেখানে ঠাঁই পেল কাজের খবর। গতকাল ‘ফোন ভূত’ সিনেমার পোস্টার শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর সিনেমা হলে দেখা দেবেন তিনি।

ফোন ভূত সিনেমায় ক্যাটরিনার সঙ্গে আছেন সিদ্ধার্থ চতুর্বেদী ও ঈশান খাত্তার। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে। ‘মির্জাপুর’ সিরিজখ্যাত নির্মাতা গুরমিত সিং পরিচালিত হরর-কমেডি ধাঁচের সিনেমাটির শুটিং হয়েছিল ২০২০ সালে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তির দেখা পাচ্ছে ফোন ভূত। সিনেমাটির পোস্টারে দেখা গেছে, হাতে আগুন নিয়ে খেলছেন ক্যাটরিনা। জানানো হয়েছে, এ সিনেমায় ভূত হয়েই দেখা দেবেন এই অভিনেত্রী।

বলিউডে ইদানীং ভূতের বেশ কদর বেড়েছে। গত মাসে মুক্তি পেয়েছিল আরেক হরর সিনেমা ‘ভুলভুলাইয়া ২’। ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি এরই মধ্যে আয় করেছে ২৫০ কোটি রুপির বেশি। ভুলভুলাইয়া ২-এর সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়েই ফোন ভূত মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিদ্ধানি।

অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। ফোন ভূত ছাড়াও ভবিষ্যতে তাঁকে দেখা যাবে সালমান খানের সঙ্গে ‘টাইগার ৩’ ও বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১% এর টাকায় ২৫% ঘুষ নেওয়ার অভিযোগ ওঠা সেই ইউএনওকে বদলি

যুক্তরাষ্ট্র ভিসা বাতিলের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট বললেন, দরকার নেই

থালাপতি বিজয়ের সমাবেশে হুড়োহুড়ি, পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৪ জন নিহত

৪১ জনকে যুক্তরাজ্যে নেওয়ার সুপারিশ বাংলাদেশি বংশোদ্ভূত লেবার মেয়রের

প্রচণ্ড গরমে ৬ ঘণ্টা ধরে থালাপতির অপেক্ষায় ছিল ৩০ হাজার মানুষ, তারপর ঘটল বিপর্যয়!

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত