Ajker Patrika

দূষণ তালিকার শীর্ষে ঢাকার বায়ু

সম্পাদকীয়
দূষণ তালিকার শীর্ষে ঢাকার বায়ু

ঢাকা এখন বিশ্বের অন্যতম দূষিত শহর। ঢাকার বায়ুদূষণের মাত্রা স্বাভাবিক অবস্থার চেয়ে ভয়ংকর আকার ধারণ করেছে। ১৫ জানুয়ারি আজকের পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, ঢাকার বাতাসে দূষণের মাত্রার সব রেকর্ড ভেঙে বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছেছে। এত দিন বায়ুদূষণে ভারতের নয়াদিল্লি এগিয়ে ছিল। এবার ঢাকা তাকে পেছনে ফেলেছে। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) মতে, ১৪ জানুয়ারি ঢাকার বাতাসের স্কোর ছিল ২৫১। ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের নয়াদিল্লি, তৃতীয় উজবেকিস্তানের তাসখন্দ এবং চতুর্থ ভারতের মুম্বাই শহর।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত আর স্কোর ২০১ থেকে ৩০০ হলে সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এই হিসাব অনুযায়ী, ঢাকার অবস্থা এখন ‘খুব অস্বাস্থ্যকর’। কিন্তু ঢাকার বাতাসে দূষণের মাত্রা এক দিনে এতটা খারাপ হয়নি। কী কী কারণে বায়ুদূষণ হয়, সেটা আমাদের একেবারে যে জানা নেই, তা-ও কিন্তু নয়। স্টামফোর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক পলিউশন স্টাডিজের ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পরিচালিত এক সমীক্ষায় বলা হয়েছে, ঢাকার ৩০ শতাংশ বেশি দূষণ হয় অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিতভাবে রাস্তা কাটা ও নির্মাণকাজের কারণে। এরপর ইটভাটা ও কলকারখানার ধোঁয়ায় ২৯ শতাংশ এবং যানবাহনের কালো ধোঁয়ার কারণে ১৫ শতাংশ বায়ুদূষণ হয়ে থাকে; অর্থাৎ দূষণের এই কারণগুলো দূর করা জরুরি হলেও সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজর নেই।

আমাদের দেশে দূষণ রোধে ১৯৯৫ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং ১৯৯৭ সালে পরিবেশদূষণ বিধিমালা প্রণয়ন করা হয়। পরিবেশ আদালত চালু করা হয় ২০০০ সালে। পরিবেশদূষণ রোধে হাইকোর্টেরও সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

২০২১ সালের ২৪ নভেম্বর পরিবেশ অধিদপ্তর (ডিওই), দুই সিটি করপোরেশন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) ৯ দফা নির্দেশনা দিয়েছিলেন হাইকোর্ট। এর মধ্যে ছিল বর্জ্য বহনকারী যানবাহন, নির্মাণসামগ্রী ও নির্মাণকাজের স্থানগুলো ঢেকে রাখার ব্যবস্থা নিশ্চিত করা। এ ছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকার রাস্তায় পানি ছিটানোর নির্দেশনাও দেওয়া হয়েছিল।

হাইকোর্ট যাদের প্রতি এসব নির্দেশনা দিয়েছিলেন, তারা তা মান্য করলে ঢাকার বাতাসের দূষণের মাত্রা আজকের ভয়াবহ অবস্থায় পৌঁছাত না। একিউআইয়ের দেওয়া সূচক অনুযায়ী, বায়ুদূষণের এই মাত্রা ঢাকায় প্রকাশ্যে চলাচল করা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে; বিশেষ করে শিশু, প্রবীণ ও রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদেরও বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বাস্তবে মানুষ কি ঘরবন্দী হয়ে থাকতে পারে? জীবন-জীবিকার জন্য মানুষের চলাচল অপরিহার্য। ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করার জন্য গালভরা বুলি নয়, প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা। কিন্তু শহরটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবেন কে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

এবার কাকে বিয়ে করলেন দুবাইয়ের রাজকন্যা শেখা মাহরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত