পাবনা প্রতিনিধি
পাবনায় সড়কে মাটি ভরাট ও মেরামতের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তাঁরা। এ ঘটনায় প্রকৌশলী নাজমুল হোসেন পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পাবনা পানি উন্নয়ন বোর্ডের অধীনে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড় ব্রিজ থেকে আটঘরিয়া উপজেলার তারাপাশা স্লুইসগেট পর্যন্ত একটি পানিনিষ্কাশন খাল খনন করা হয়, যা সরকারি খাস খতিয়ান সম্পত্তি এবং ম্যাপে খাল হিসেবে বিদ্যমান।
খননের পর বৃষ্টিতে খালের পাড় অর্থাৎ মানুষের যাতায়াতের রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙে যায়। স্থানীয়রা মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলীকে বিষয়টি অবগত করেন। গত ২৯ ডিসেম্বর সকালে ইউপি চেয়ারম্যান সরেজমিনে পরিদর্শন করেন এবং ১ জানুয়ারি সকালে ১২ থেকে ১৫ জন মাটিকাটা শ্রমিককে ওই রাস্তা সংস্কারের
জন্য পাঠান।
এ সময় সংস্কারকাজে বাধা দেন মনোহরপুর গ্রামের খলিলুর রহমান সরদার, সিরাজুল ইসলাম সরদার, হামিদ মোল্লা, আসাদ মোল্লা, আব্দুর রহিম মোল্লা ও সেলিম মোল্লা। তাঁরা সরকারি এই সম্পত্তি নিজেদের দাবি করে কাজে বাধা দিলে মাটিকাটা শ্রমিকেরা ঘটনাস্থল থেকে চলে যান।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এমন খবর আমাকে মোবাইল ফোনে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী। বিষয়টি নিয়ে আমি বাধাদানকারীদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আমাকে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি তাঁরা আমার চাকরি খেয়ে ফেলারও হুমকি দেন। আমি বিষয়টি লিখিতভাবে সদর থানায় জানিয়েছি।’
অভিযুক্ত ব্যক্তিদের একজন মনোহরপুর গ্রামের আব্দুর রহিম মোল্লা বলেন, ‘ওখানে আমাদের জমি আছে আর আমাদের জমির ওপর দিয়ে রাস্তা করতে দেব না। যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।’
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
পাবনায় সড়কে মাটি ভরাট ও মেরামতের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। সরকারি কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন তাঁরা। এ ঘটনায় প্রকৌশলী নাজমুল হোসেন পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পাবনা পানি উন্নয়ন বোর্ডের অধীনে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড় ব্রিজ থেকে আটঘরিয়া উপজেলার তারাপাশা স্লুইসগেট পর্যন্ত একটি পানিনিষ্কাশন খাল খনন করা হয়, যা সরকারি খাস খতিয়ান সম্পত্তি এবং ম্যাপে খাল হিসেবে বিদ্যমান।
খননের পর বৃষ্টিতে খালের পাড় অর্থাৎ মানুষের যাতায়াতের রাস্তাটি বিভিন্ন স্থানে ভেঙে যায়। স্থানীয়রা মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলীকে বিষয়টি অবগত করেন। গত ২৯ ডিসেম্বর সকালে ইউপি চেয়ারম্যান সরেজমিনে পরিদর্শন করেন এবং ১ জানুয়ারি সকালে ১২ থেকে ১৫ জন মাটিকাটা শ্রমিককে ওই রাস্তা সংস্কারের
জন্য পাঠান।
এ সময় সংস্কারকাজে বাধা দেন মনোহরপুর গ্রামের খলিলুর রহমান সরদার, সিরাজুল ইসলাম সরদার, হামিদ মোল্লা, আসাদ মোল্লা, আব্দুর রহিম মোল্লা ও সেলিম মোল্লা। তাঁরা সরকারি এই সম্পত্তি নিজেদের দাবি করে কাজে বাধা দিলে মাটিকাটা শ্রমিকেরা ঘটনাস্থল থেকে চলে যান।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নাজমুল হোসেন বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এমন খবর আমাকে মোবাইল ফোনে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী। বিষয়টি নিয়ে আমি বাধাদানকারীদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আমাকে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি তাঁরা আমার চাকরি খেয়ে ফেলারও হুমকি দেন। আমি বিষয়টি লিখিতভাবে সদর থানায় জানিয়েছি।’
অভিযুক্ত ব্যক্তিদের একজন মনোহরপুর গ্রামের আব্দুর রহিম মোল্লা বলেন, ‘ওখানে আমাদের জমি আছে আর আমাদের জমির ওপর দিয়ে রাস্তা করতে দেব না। যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়।’
এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫