Ajker Patrika

বিদ্যালয়ে ‘মানবতার দেয়াল’

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৬: ৫৩
বিদ্যালয়ে ‘মানবতার দেয়াল’

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুলের উদ্যোগে ‘মানবতার দেয়াল’ তৈরি করা হয়েছে। এখান থেকে যে কেউ তার প্রয়োজনীয় জামাকাপড় বিনা মূল্যে নিতে পারে। আবার কেউ চাইলে নিজের অব্যবহৃত বা অপ্রয়োজনীয় পোশাকটি এখানে ঝুলিয়ে রেখে যেতে পারে।

গতকাল সোমবার থেকে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সহায়তা দেওয়া ও নেওয়ার বিষয়টি প্রচার শুরু করেছে।

শিক্ষার্থী সুলাইমান ওয়াসিফ, জান্নাত আক্তার, জেরিন মোস্তারী বলে, ‘আমাদের বিদ্যালয়ের প্রবেশমুখে এমন একটি উদ্যোগ আমাদেরও মানবিক হতে উদ্বুদ্ধ করবে। কাউকে এভাবেও সহায়তা করা যায়, এমনটি আমাদের ভাবনায় কখনো আসেনি। স্যারদের এ ধরনের উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করবে।’

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, নুর নবী পণ্ডিত, মনির হোসাইন বয়াতি বলেন, ‘বিদ্যালয়টি বাজারের মধ্যখানে অবস্থিত। তারা এ ধরনের উদ্যোগ নিয়ে শিশুদের শিক্ষার পাশাপাশি ব্যবসায়ীদেরও সহায়তায় উদ্বুদ্ধ করেছে। আমাদের মতো অনেকেই এখানে অপ্রয়োজনীয় কাপড় এনে রেখে দেন। যাদের প্রয়োজনীয় কাপড় কেনার সামর্থ্য নেই তাঁরা নিঃসংকোচে এখান থেকে এসে নিয়ে যেতে পারেন। অনেকেই যেমন জামা জমা দিয়ে যাচ্ছেন তেমনি অনেকে জামা নিয়েও যাচ্ছেন। এটি সমাজের জন্য অনুকরণীয়।’

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ২০০৯ সালে উপজেলার নদী তীরবর্তী এলাকা উত্তর চর আবাবিল ইউনিয়নের প্রাণকেন্দ্র হায়দরগঞ্জ বাজারে শিক্ষাপ্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। বিদ্যালয়টি শিক্ষা, সামাজিক উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত। এই এলাকার প্রায় ৬০ জন বিশিষ্ট ব্যক্তি সম্মিলিত অর্থায়নে প্রতিষ্ঠানটি স্থাপন করেন। এ প্রতিষ্ঠানে সক্ষম শিক্ষার্থীরা বেতন দিয়ে ও দরিদ্ররা অর্ধ বেতন এবং বিনা বেতনে একই মানের পড়ালেখা ও অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে জেলার একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

হায়দরগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. একেএম ফজলুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই হায়দরগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজ ‘মানবতার দেয়াল’ স্থাপন করেছে। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী সবাইকে মানব সেবায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষজন যেন উপকৃত হতে পারে, এটিই মানবতার দেয়াল স্থাপনের উদ্দেশ্য। সমাজের সর্বস্তরে মানবতাবোধের এই দৃষ্টান্ত ছড়িয়ে পড়লে সমাজের অবহেলিতরা কিছুটা হলেও উপকৃত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত