Ajker Patrika

চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ মে ২০২২, ০৯: ০৯
চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে বাঁচলেন তরুণী, গ্রেপ্তার ২

চট্টগ্রামে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চালক মো. আনোয়ার হোসেন টিপু (২৪) ও তাঁর সহযোগী জনি দাশকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন চন্দনাইশ উপজেলা এবং জনি পটিয়ার বাসিন্দা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, ১৯ বছর বয়সী ওই তরুণী একটি পোশাক কারখানায় কর্মরত আছেন। গত ১৯ মে বাসে করে তিনি সহকর্মীদের সঙ্গে বাসায় ফিরছিলেন। ওই বাসে ১০-১২ জন পোশাককর্মী ছিলেন।

নোবেল চাকমা বলেন, বাসটি বিভিন্ন গন্তব্যে পোশাক কর্মীদের নামিয়ে দেওয়ার পর তখন একাই ছিলেন ওই তরুণী। এ সময় সহকারীকে চালকের আসনে বসিয়ে চালক আনোয়ার বাসের গেটে দাঁড়িয়ে থাকেন। তখন তরুণী বাস থেকে নামতে চাইলে গাড়ি দ্রুত আমানত সেতুর দিকে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে আনোয়ার ওই তরুণীকে টেনে বাসের পেছনের সিটে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। রাত সাড়ে ১০টার দিকে বাসটি রাহাত্তারপুল এলাকায় পৌঁছালে তরুণী কৌশলে চলন্ত বাস থেকে লাফ দেন। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

নোবেল আরও বলেন, গত ১৯ মে থেকে ২৪ মে পর্যন্ত ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার ঘটনা সম্পর্কে পুলিশ জানতে পারে। গত বুধবার ভুক্তভোগী তরুণী হাসপাতাল থেকে ছাড়া পান। ওই দিনই তিনি বাকলিয়া থানায় মামলা করেন।

অতিরিক্ত উপকমিশনার বলেন, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ তা গুরুত্বসহ নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায়। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে একপর্যায়ে আসামিদের শনাক্ত করা হয়। পরে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিঅ্যান্ডবি এলাকা থেকে বাসটি জব্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত