শাহীন রহমান, পাবনা
ভোলায় প্রাপ্ত গ্যাস থেকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। বরং এই জেলায় বিদ্যুৎ বিভ্রাট বেড়ে গেছে। গত রোববার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা। এতে ক্ষুব্ধ হন তাঁরা।
বিদ্যুৎ সঞ্চালন বিভাগ জানিয়েছে, ভোলার রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালু রাখা হবে। কিন্তু বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে পারেনি বিদ্যুৎ সঞ্চালন বিভাগ। রোববার বেলা ৩টা থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর রাত ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে বিদ্যুৎ গ্রাহকেরা। তাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন।
বিদ্যুৎ গ্রাহকেরা বলছেন, ভোলায় প্রাপ্ত শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। কখনো রেন্টাল পাওয়ার প্ল্যান্ট মেরামত, কখনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি, আবার কখনো বৈরী আবহাওয়াসহ নানা অজুহাত দেখিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ নিয়ে রীতিমতো টালবাহানা চলছে। গ্রাহকেরা বলেন, পুরোনো যন্ত্রপাতি দিয়ে সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ডিজেলচালিত যন্ত্রটি দিয়ে বিদ্যুৎ সরবরাহের কারণে কিছুদিন পরপর বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে করে দিনে ও রাতে অকারণে মাত্রাতিরিক্ত লোডশেডিং বাড়ছে। ক্ষুব্ধ হচ্ছেন গ্রাহকেরা।
বিদ্যুৎ সঞ্চালন বিভাগ ওজোপাডিকোর অফিশিয়াল ফেসবুক পেজে রোববার এক জরুরি নোটিশ দেয়। এতে জানানো হয়, হঠাৎ রেন্টাল পাওয়ার প্ল্যান্টে সমস্যা হয়েছে। এটি চালু না হওয়া পর্যন্ত ভোলায় ওজোপাডিকোর আওতাধীন এলাকায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালু থাকায় কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে। সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানিয়ে গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য ভোলার ওজোপাডিকো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
অপরদিকে, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি তাঁদের ফেসবুক পেজে জানায়, খেয়াঘাট পাওয়ার প্ল্যান্টের ৩০ মেগাওয়াট ক্ষমতার টারবাইনে আজ (রোববার) সকাল ৪টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ভোলা সদর, দৌলতখানসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বোরহানউদ্দিন পাওয়ার প্ল্যান্ট হতে বিদ্যুৎ এনে আংশিক এলাকায় বিদ্যুৎ সচল করা হয়েছে। কিন্তু ঝড়বৃষ্টি কারণে পুনরায় লাইন বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনলাইনে ঠিকভাবে কোনো সভা করা যাচ্ছে না।’
এ ব্যাপারে মেসার্স খান ফ্লাওয়ার মিলসের ব্যবস্থাপনা পরিচালক জামাল খান বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের মিলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে এক ঘণ্টা মিল বন্ধ রাখতে হয়। আর এক ঘণ্টা মিল বন্ধ রাখলে কর্মচারীর বেতনসহ প্রায় ৫ হাজার টাকা লোকসান গুনতে হয়।’
একটি বেসরকারি হাসপাতালে উপব্যবস্থাপনা পরিচালক এরশাদুল ইসলাম আজাদ জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অপারেশন চলাকালে বিদ্যুৎ বিদ্যুৎ বিভ্রাট হ বন্ধ থাকলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে।’
ভোলায় ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রেন্টাল পাওয়ার প্ল্যান্টে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু রোববার বিকেলে আকস্মিক ঝড়ে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। সে কারণে এ মুহূর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’
ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ সোমবার সকালে জানান, ‘ভোলায় বিদ্যুৎ সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে।’
ভোলায় প্রাপ্ত গ্যাস থেকে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না। বরং এই জেলায় বিদ্যুৎ বিভ্রাট বেড়ে গেছে। গত রোববার বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা। এতে ক্ষুব্ধ হন তাঁরা।
বিদ্যুৎ সঞ্চালন বিভাগ জানিয়েছে, ভোলার রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালু রাখা হবে। কিন্তু বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রাখতে পারেনি বিদ্যুৎ সঞ্চালন বিভাগ। রোববার বেলা ৩টা থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর রাত ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে বিদ্যুৎ গ্রাহকেরা। তাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করেন।
বিদ্যুৎ গ্রাহকেরা বলছেন, ভোলায় প্রাপ্ত শাহবাজপুর গ্যাসক্ষেত্র থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। কখনো রেন্টাল পাওয়ার প্ল্যান্ট মেরামত, কখনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটি, আবার কখনো বৈরী আবহাওয়াসহ নানা অজুহাত দেখিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। অর্থাৎ বিদ্যুৎ নিয়ে রীতিমতো টালবাহানা চলছে। গ্রাহকেরা বলেন, পুরোনো যন্ত্রপাতি দিয়ে সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ডিজেলচালিত যন্ত্রটি দিয়ে বিদ্যুৎ সরবরাহের কারণে কিছুদিন পরপর বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে করে দিনে ও রাতে অকারণে মাত্রাতিরিক্ত লোডশেডিং বাড়ছে। ক্ষুব্ধ হচ্ছেন গ্রাহকেরা।
বিদ্যুৎ সঞ্চালন বিভাগ ওজোপাডিকোর অফিশিয়াল ফেসবুক পেজে রোববার এক জরুরি নোটিশ দেয়। এতে জানানো হয়, হঠাৎ রেন্টাল পাওয়ার প্ল্যান্টে সমস্যা হয়েছে। এটি চালু না হওয়া পর্যন্ত ভোলায় ওজোপাডিকোর আওতাধীন এলাকায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালু থাকায় কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে। সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানিয়ে গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য ভোলার ওজোপাডিকো আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
অপরদিকে, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি তাঁদের ফেসবুক পেজে জানায়, খেয়াঘাট পাওয়ার প্ল্যান্টের ৩০ মেগাওয়াট ক্ষমতার টারবাইনে আজ (রোববার) সকাল ৪টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে ভোলা সদর, দৌলতখানসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বোরহানউদ্দিন পাওয়ার প্ল্যান্ট হতে বিদ্যুৎ এনে আংশিক এলাকায় বিদ্যুৎ সচল করা হয়েছে। কিন্তু ঝড়বৃষ্টি কারণে পুনরায় লাইন বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনলাইনে ঠিকভাবে কোনো সভা করা যাচ্ছে না।’
এ ব্যাপারে মেসার্স খান ফ্লাওয়ার মিলসের ব্যবস্থাপনা পরিচালক জামাল খান বলেন, ‘বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের মিলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে এক ঘণ্টা মিল বন্ধ রাখতে হয়। আর এক ঘণ্টা মিল বন্ধ রাখলে কর্মচারীর বেতনসহ প্রায় ৫ হাজার টাকা লোকসান গুনতে হয়।’
একটি বেসরকারি হাসপাতালে উপব্যবস্থাপনা পরিচালক এরশাদুল ইসলাম আজাদ জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অপারেশন চলাকালে বিদ্যুৎ বিদ্যুৎ বিভ্রাট হ বন্ধ থাকলে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ে।’
ভোলায় ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রেন্টাল পাওয়ার প্ল্যান্টে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু রোববার বিকেলে আকস্মিক ঝড়ে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যায়। সে কারণে এ মুহূর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’
ওজোপাডিকোর উপ-সহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র ঘোষ সোমবার সকালে জানান, ‘ভোলায় বিদ্যুৎ সরবরাহ এখন স্বাভাবিক রয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫