Ajker Patrika

সাত দফা দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯: ৪০
সাত দফা দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

সাত দফা দাবি আদায়ে সমাবেশ করেছেন সরকারি কর্মচারীরা। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর হেলেনাবাদ কলোনি মাঠে এই সমাবেশ হয়। ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’ এর আয়োজন করে। সমাবেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভাগের আট জেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীরা অংশ নেন।

সমাবেশ থেকে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন, পে স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন সময়ে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ ভাতা প্রদান, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণসহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখা, সচিবালয়ের মতো সকল দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় পদ-পদবি পরিবর্তনসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, আনুতোষিকের হার ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি এক টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়।

এ ছাড়া আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে ভাতা পুনর্নির্ধারণ, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণের দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবী অধিকার আদায় ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুস সোহেল। দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মাহমুদ হাসান সমাবেশ পরিচালনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত