সম্পাদকীয়
সিগনেট প্রেসের খুব নাম হয়েছিল একসময়। এই নামের পেছনে ছিলেন দিলীপকুমার গুপ্ত, ডিকে নামেই তিনি পরিচিত ছিলেন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের বয়স তখন কুড়ি ছোঁয়নি। কৃত্তিবাস পত্রিকার সূত্রে এরই মধ্যে কয়েকবার ডিকের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ডিকে একদিন বললেন, ‘পত্রিকা তো হলোই, এবার তরুণদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুললে হয়।’
কথাটা মনে ধরল তরুণদের। একটা নাম চাই প্রতিষ্ঠানের। সুনীলকে বড় বড় প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর কাছে সংগঠনের নামের ব্যাপারে পাঠালেন ডিকে। নীহাররঞ্জন রায়, আবু সয়ীদ আইয়ুব, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্রদের কাছে গিয়ে সুনীল পাড়লেন কথাটা। কিন্তু হঠাৎ করে কী নাম দেওয়া যায়?
সবাই সময় চাইলেন, শুধু শম্ভু মিত্র বললেন, ‘আমরা নাম দেনেওয়ালা নই। যারা নিজেদের ক্লাবের নাম নিজেরা ঠিক করতে পারে না, তাদের নিয়ে আমি মাথা ঘামাতে চাই না।’
শেষে ডিকেই দিলেন নাম—‘হরবোলা’। প্রথমেই হবে নাটক। সুকুমার রায়ের ‘লক্ষ্মণের শক্তিশেল’ নাটকটি করাবেন কমলকুমার মজুমদার। গায়ের রং পালিশ করা কালো, ধবধবে সাদা কলিদার পাঞ্জাবি ও ধুতি, হাতে বেমানান চটের থলে। ফরাসি ভাষার অসাধারণ পণ্ডিত।
কীভাবে নাটক করার আগে জ্যোতিরিন্দ্র মৈত্র ও সন্তোষ রায়ের গান আর উচ্চারণ শিখতে হলো, সে কথা আরেকবার বলা যাবে। এখানে ফিরে আসব সিগনেট প্রেসের বইয়ের ব্যাপারে। হরবোলা করা সুনীল তখনো নিজের বই ছাপানোর কথা কল্পনায়ও আনতে পারেননি। কিন্তু সে সময় বই বিষয়ে ডিকে কী বলেছিলেন, সে কথা তাঁর বুকে গেঁথে গিয়েছিল। ডিকে বলেছিলেন, ‘লেখার চেয়ে পড়ার জন্য সময় বেশি দেওয়া দরকার, যা পড়বেন তা নিজের লেখায় উল্লেখ না করাই ভালো।
অনেক বাঙালি লেখকের লেখায় দেখি অকারণে বিদেশি লেখক বা বইয়ের নাম ফুটে বের হয়। তাতে বোঝা যায়, পড়াশোনাটা এখনো হজম হয়নি।’ সুনীল সে কথা মনে রেখেছিলেন।
সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন, পৃষ্ঠা ১৪৫-১৪৭
সিগনেট প্রেসের খুব নাম হয়েছিল একসময়। এই নামের পেছনে ছিলেন দিলীপকুমার গুপ্ত, ডিকে নামেই তিনি পরিচিত ছিলেন।
সুনীল গঙ্গোপাধ্যায়ের বয়স তখন কুড়ি ছোঁয়নি। কৃত্তিবাস পত্রিকার সূত্রে এরই মধ্যে কয়েকবার ডিকের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। ডিকে একদিন বললেন, ‘পত্রিকা তো হলোই, এবার তরুণদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুললে হয়।’
কথাটা মনে ধরল তরুণদের। একটা নাম চাই প্রতিষ্ঠানের। সুনীলকে বড় বড় প্রতিষ্ঠিত বুদ্ধিজীবীর কাছে সংগঠনের নামের ব্যাপারে পাঠালেন ডিকে। নীহাররঞ্জন রায়, আবু সয়ীদ আইয়ুব, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্রদের কাছে গিয়ে সুনীল পাড়লেন কথাটা। কিন্তু হঠাৎ করে কী নাম দেওয়া যায়?
সবাই সময় চাইলেন, শুধু শম্ভু মিত্র বললেন, ‘আমরা নাম দেনেওয়ালা নই। যারা নিজেদের ক্লাবের নাম নিজেরা ঠিক করতে পারে না, তাদের নিয়ে আমি মাথা ঘামাতে চাই না।’
শেষে ডিকেই দিলেন নাম—‘হরবোলা’। প্রথমেই হবে নাটক। সুকুমার রায়ের ‘লক্ষ্মণের শক্তিশেল’ নাটকটি করাবেন কমলকুমার মজুমদার। গায়ের রং পালিশ করা কালো, ধবধবে সাদা কলিদার পাঞ্জাবি ও ধুতি, হাতে বেমানান চটের থলে। ফরাসি ভাষার অসাধারণ পণ্ডিত।
কীভাবে নাটক করার আগে জ্যোতিরিন্দ্র মৈত্র ও সন্তোষ রায়ের গান আর উচ্চারণ শিখতে হলো, সে কথা আরেকবার বলা যাবে। এখানে ফিরে আসব সিগনেট প্রেসের বইয়ের ব্যাপারে। হরবোলা করা সুনীল তখনো নিজের বই ছাপানোর কথা কল্পনায়ও আনতে পারেননি। কিন্তু সে সময় বই বিষয়ে ডিকে কী বলেছিলেন, সে কথা তাঁর বুকে গেঁথে গিয়েছিল। ডিকে বলেছিলেন, ‘লেখার চেয়ে পড়ার জন্য সময় বেশি দেওয়া দরকার, যা পড়বেন তা নিজের লেখায় উল্লেখ না করাই ভালো।
অনেক বাঙালি লেখকের লেখায় দেখি অকারণে বিদেশি লেখক বা বইয়ের নাম ফুটে বের হয়। তাতে বোঝা যায়, পড়াশোনাটা এখনো হজম হয়নি।’ সুনীল সে কথা মনে রেখেছিলেন।
সূত্র: সুনীল গঙ্গোপাধ্যায়, অর্ধেক জীবন, পৃষ্ঠা ১৪৫-১৪৭
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৫ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৫ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫