Ajker Patrika

বিএনপির তিন কমিটির কার্যক্রম স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ৫০
বিএনপির তিন কমিটির কার্যক্রম স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশি বাধা অতিক্রম করে সমাবেশ করার কয়েক দিন পর জেলা বিএনপির অধীনে থাকা তিন কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত করা তিনটি কমিটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও বিজয়নগর উপজেলা বিএনপি।

এদিকে এই তিন কমিটির কার্যক্রম স্থগিত করায় নেতা-কর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সদ্য বিদায়ী আহ্বায়ক লেখেন, ‘এর নাম রাজনীতি। ৩৬ বছরের রাজনীতিতে পুরস্কার পেলাম। ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ হত্যা মামলার আসামি, এরশাদ সরকারের মামলা, আওয়ামী লীগ সরকারের ১৯৯৬ সালের মামলা, দীর্ঘ সময় হেফাজতসহ বহু মামলার আসামি। বড় ভাই, বড় বোন মৃত্যুবরণ করলে লাশটি দেখতে পারিনি। তারপরও আমার প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।’

স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি আহ্বায়ক জসিম উদ্দিন রিপন বলেন, ‘দল এখন ষড়যন্ত্রের শিকার। অন্য কয়েকটি উপজেলার মতো এখানেও ষড়যন্ত্রের কারণেই কমিটি স্থগিত করা হয়েছে।’

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সমাবেশ করার এক দিন পর জেলা বিএনপির গুরুত্বপূর্ণ তিন কমিটি স্থগিতের ঘোষণায় চলছে নানা আলোচনা। ওই তিনটি কমিটি মূলত ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদীয় আসনের আওতাধীন। দল পরিচালনায় ওই তিন কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়।

জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপিসহ সদর উপজেলা ও বিজয়নগর উপজেলা বিএনপি কমিটি স্থগিত করার কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।

দলের চেয়ারপারসনের মুক্তি নিয়ে হঠাৎ ডাকা বিএনপির সমাবেশ ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে আলোচনার জন্ম দেয়। ৮ জানুয়ারি একই স্থানে, একই সময়ে ছাত্রলীগ সমাবেশ ডাকলে সেই এলাকাসহ পৌর এলাকাতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এই অবস্থায় পৌর এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বটতলী এলাকায় সমাবেশ করে বিএনপি। এ সমাবেশকে সফল সমাবেশ হিসেবে আখ্যায়িত করা হয়।

এ বিষয়ে ওই দিনের সমাবেশের সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা বলেছেন, কমিটি স্থগিত করার কারণটি তাঁরা পরে জানাবেন। আমার কাছে মনে হয়, দলকেন্দ্রিক যে রাজনীতি রয়েছে, এরই অংশ হিসেবে এটা করা হয়েছে।’

স্থগিতের কারণ বিষয়ে কিছুই জানেন না বলে উল্লেখ করেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান। সাংবাদিকদের তিনি বলেন, ‘কেন্দ্র থেকে আমাকে বলা হয়েছে কমিটি স্থগিত করতে। আমি কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়ন করেছি। কমিটিগুলো কেন স্থগিত করার কথা বলা হয়েছে, সেটা জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত