Ajker Patrika

বৃষ্টি নিয়ে দুচিন্তায় আলুচাষিরা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৩: ৫৮
বৃষ্টি নিয়ে দুচিন্তায় আলুচাষিরা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে শনিবার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ বর্ষণে তেমন কোনো তেজ না থাকলেও রয়েছে হিম হিম ভাব। ফলে আলু রোপণে চাষিরা ধীরগতির আশঙ্কা করছেন।

সরেজমিনে দেখা যায়, বয়রাগাদী ইউনিয়নের গোবরদী গ্রামের ফসলি জমিগুলোতে এখনো ধান কাটা শেষ হয়নি। এ ছাড়া উপজেলার বেশির ভাগ জমিতে এখন পর্যন্ত ধান কাটা শেষ হয়নি। আবার অনেক এলাকায় উঁচু জমির ধান কেটে জমি পরিষ্কার করে প্রস্তুত রেখেছে কৃষক নতুন মৌসুমের শুরুতে আলু রোপণ করার জন্য। কিন্তু এই বৃষ্টিতে পিছিয়ে গেল আলু রোপণ। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ‘এ উপজেলায় গত বছর ৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। এবার ৯ হাজার ৪০০ হেক্টর জমিতে আলু আবাদ হতে পারে।’

চন্দনধূল গ্রামের কৃষক মো. জুলহাস শেখ বলেন, ‘এখন পর্যন্ত আমার অর্ধেক জমিরও ধান কাটা শেষ হয়নি। এর মধ্যেই বৃষ্টি। এই বৃষ্টিতে ধান যেমন ঘরে ওঠাতে পারছি না, তেমনি আলু রোপণও শুরু করতে আমাদের দেরি হবে। ’

গোবরদী গ্রামের কৃষক মো. ইউনুস বলেন, ‘জমি চাষবাস করে সার প্রয়োগ এবং জমি প্রস্তুত করে রেখেছি। কিন্তু বৃষ্টির কারণে এ জমিতে এখন আলু রোপণ করা যাবে না। ’

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাসিনা জাহান তোরণ বলেন, ‘দুই দিনের বৃষ্টিতে আলু রোপণ পিছিয়ে গেল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত