Ajker Patrika

ট্রাকচাপায় নিহত, ১১ মাস পর হত্যা মামলা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৫৪
ট্রাকচাপায় নিহত, ১১ মাস পর হত্যা মামলা

পাইকগাছায় ট্রাকচাপায় আহত শুভ (২৭) সাড়ে ৯ মাস পর মৃত্যুবরণ করেছেন। গত ৭ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় উপজেলা জুডিশিয়াল আদালতে হত্যা মামলা করেছেন শুভর পিতা গোলাম রব্বানী। আদালত মামলাটি আমলে নিতে পাইকগাছা থানাকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাত সাড়ে আটটায় গজালিয়া গ্রামের গোলাম রব্বানীর পুত্র ইব্রাহিম খলিল শুভ (২৭) পাইকগাছা পৌরসভার চারা বটতলায় রাস্তার পাশে মোটরসাইকেলের ওপর বসে ছিল। একটি ট্রাক সামনে থেকে শুভকে চাপা দিয়ে চলে যায়। এতে শুভ আহত হলে স্থানীয় লোকজন ও থানা-পুলিশ শুভকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা হাসপাতালে ভর্তি করে। শুভর অবস্থা খারাপ হওয়ায় তাঁকে ওই রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এদিকে পুলিশ ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনে।

জানা যায়, নারীঘটিত কারণে শুভর সঙ্গে ওই ট্রাক ড্রাইভার পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আনিচুর রহমানের দীর্ঘদিনের শত্রুতা ছিল। যা একাধিকবার সালিস করেও কোনো সমাধান হয়নি। তারই জেরে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে বলে শুভর পিতা জানিয়েছেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আদালত থেকে নির্দেশ পেয়ে মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত