Ajker Patrika

সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৫: ৩২
সব হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে গেছে দুটি ধান ও পাটের গুদামসহ আটটি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে গেছেন এসব ব্যবসায়ী। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী কুটিবাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কুটি চৌমুহনী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান ও কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী কুটিবাজারের দক্ষিণ পাশের বিপণিবিতানের একটি দোকানে আগুন দেখতে পায় লোকজন। তাঁদের চিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন আগুন নেভাতে।

আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় স্থানীয় চৌমুহনী দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে দুটি গুদামে থাকা এক হাজার মণ পাট, সাড়ে নয় শ মণ ধান, একটি রাইস মিল, একটি ইজিবাইক গ্যারেজসহ প্রায় আটটি দোকানের মালামাল।

গুদামের মালিক জায়েদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে, একবারে নিঃস্ব হয়ে পথে বসে গেছি।’ আগুনে তাঁর গুদামে থাকা এক হাজার মণ পাট ও সাড়ে নয় শ মণ ধান পুড়ে গিয়ে তিনি প্রায় ৪০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।

গ্যারেজে পুড়ে যাওয়া ইজিবাইক মালিক সবুজ, কালামসহ বেশ কয়েকজন জানান, কিস্তিতে টাকা নিয়ে তাঁরা গাড়ি ক্রয় করেছিলেন। গাড়ি চালিয়েই কিস্তির টাকা পরিশোধ করতে হতো। আবার সংসারও চলত এই গাড়ি চালিয়ে। সরকারিভাবে সহযোগিতার আশা করেন তাঁরা।

কুটি চৌমুহনী দমকল বাহিনী কর্মকর্তা আবদুল্লা খালিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।

ইউএনও মাসুদ উল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত