চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘদিনের মরচে ধরা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে একদিকে। একটি-দুটি নয়, অন্তত ২০টির অধিক বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটির তারের নিচে রয়েছে কৃষিজমি, পুকুর, রাস্তা ও বাগান। এতে আতঙ্কে রয়েছেন কয়েকশ বিঘা ফসলি জমির কৃষকেরা। তাঁরা বলছেন, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
উপজেলার গোমস্তাপুর-রহনপুর সড়কের পাশে মরিচাডাঙ্গা নামক জায়গায় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকোর খুঁটিগুলো। ধান, মাসকালাই, আমবাগান, বেগুন ও পেয়ারা চাষের জমির ওপর দিয়ে ১১ কেভি ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। মনে ভয়-আতঙ্ক নিয়ে কাজ করেন এখানকার কৃষকেরা। দীর্ঘ দিনের পুরোনো মরচে ধরা পোল সরিয়ে নতুন সংযোগ স্থাপনের দাবি তাঁদের।
গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের কৃষক এবাদুর রহমান। মরিচাডাঙ্গায় বেগুনের জমি রয়েছে তাঁর। গত বুধবার জমিতে নিড়ানির কাজ করছিলেন এবাদুর। তিনি বলেন, বৈদ্যুতিক তারগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন এভাবে পড়ে থাকলেও কোনো সংস্কারকাজ করা হচ্ছে না। এমনভাবে পশ্চিম দিকে কয়েকটি খুঁটি হেলে আছে, যাতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
পেয়ারা বাগানের শ্রমিক আমিন বলেন, গত দুই দিন থেকে এখানে কাজ করছেন তিনি। কাজের ফাঁকে ফাঁকে সব সময় মাথার ওপর থাকা খুঁটি ও তারের দিকে তাকাতে হচ্ছে। কখন, কী বিপদ হয়ে যায়। প্রায় ২০টি খুঁটি এভাবেই হেলে আছে। টানা ও তারগুলো আর তেমন মজবুত নেই। তার মধ্যে তিন থেকে চারটি খুঁটি একেবারে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় গরুর রাখাল আবুল কালাম বলেন, খুঁটিগুলো ও তারের নিচে গরু নিয়ে যেতে ভয় লাগে। গরু যদি খুঁটিতে ধাক্কা দেয় বা স্পর্শ করে, তাহলে দুর্ঘটনা ঘটবে।
জননিরাপত্তার কথা চিন্তা করে খুঁটিগুলো দ্রুত সংস্কারের দাবি জমির মালিক আতাউর রহমানের। তিনি বলেন, নেসকোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের অবহেলার কারণে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমনভাবে পোলগুলো গত ৫ থেকে ৬ মাসের বেশি সময় ধরে রয়েছে। তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।
এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, মরিচাডাঙ্গা লাইনের কাজ শুরু হয়েছে। সেখানে নতুন সংযোগ দেওয়া হবে। দুই-এক মাসের মধ্যেই পুরাতন সংযোগ উঠিয়ে নতুন সংযোগ স্থাপন করার কাজ সম্পন্ন হবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দীর্ঘদিনের মরচে ধরা বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে একদিকে। একটি-দুটি নয়, অন্তত ২০টির অধিক বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এসব ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটির তারের নিচে রয়েছে কৃষিজমি, পুকুর, রাস্তা ও বাগান। এতে আতঙ্কে রয়েছেন কয়েকশ বিঘা ফসলি জমির কৃষকেরা। তাঁরা বলছেন, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।
উপজেলার গোমস্তাপুর-রহনপুর সড়কের পাশে মরিচাডাঙ্গা নামক জায়গায় এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকোর খুঁটিগুলো। ধান, মাসকালাই, আমবাগান, বেগুন ও পেয়ারা চাষের জমির ওপর দিয়ে ১১ কেভি ভোল্টের বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। মনে ভয়-আতঙ্ক নিয়ে কাজ করেন এখানকার কৃষকেরা। দীর্ঘ দিনের পুরোনো মরচে ধরা পোল সরিয়ে নতুন সংযোগ স্থাপনের দাবি তাঁদের।
গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের কৃষক এবাদুর রহমান। মরিচাডাঙ্গায় বেগুনের জমি রয়েছে তাঁর। গত বুধবার জমিতে নিড়ানির কাজ করছিলেন এবাদুর। তিনি বলেন, বৈদ্যুতিক তারগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন এভাবে পড়ে থাকলেও কোনো সংস্কারকাজ করা হচ্ছে না। এমনভাবে পশ্চিম দিকে কয়েকটি খুঁটি হেলে আছে, যাতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
পেয়ারা বাগানের শ্রমিক আমিন বলেন, গত দুই দিন থেকে এখানে কাজ করছেন তিনি। কাজের ফাঁকে ফাঁকে সব সময় মাথার ওপর থাকা খুঁটি ও তারের দিকে তাকাতে হচ্ছে। কখন, কী বিপদ হয়ে যায়। প্রায় ২০টি খুঁটি এভাবেই হেলে আছে। টানা ও তারগুলো আর তেমন মজবুত নেই। তার মধ্যে তিন থেকে চারটি খুঁটি একেবারে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয় গরুর রাখাল আবুল কালাম বলেন, খুঁটিগুলো ও তারের নিচে গরু নিয়ে যেতে ভয় লাগে। গরু যদি খুঁটিতে ধাক্কা দেয় বা স্পর্শ করে, তাহলে দুর্ঘটনা ঘটবে।
জননিরাপত্তার কথা চিন্তা করে খুঁটিগুলো দ্রুত সংস্কারের দাবি জমির মালিক আতাউর রহমানের। তিনি বলেন, নেসকোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাঁদের অবহেলার কারণে অনেক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এমনভাবে পোলগুলো গত ৫ থেকে ৬ মাসের বেশি সময় ধরে রয়েছে। তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।
এ বিষয়ে জানতে চাইলে গোমস্তাপুর নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের অতিরিক্ত নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, মরিচাডাঙ্গা লাইনের কাজ শুরু হয়েছে। সেখানে নতুন সংযোগ দেওয়া হবে। দুই-এক মাসের মধ্যেই পুরাতন সংযোগ উঠিয়ে নতুন সংযোগ স্থাপন করার কাজ সম্পন্ন হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫