Ajker Patrika

‘সব সম্প্রদায় মিলে দেশ স্বাধীন করেছি ’

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭: ৫৭
‘সব সম্প্রদায় মিলে দেশ স্বাধীন করেছি ’

রাঙামাটি ও বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারে প্রধান দায়কের বক্তৃতায় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ দীপংকর তালুকদার বলেন, ‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টানসহ সব সম্প্রদায় মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। কাজেই প্রত্যেক সম্প্রদায়ের লোকজন নিজেদের মতো ধর্ম পালন করবে। যারা বদ চরিত্রের মানুষ, তাদের কোনো ধর্ম ও জাত নেই। এটি একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।’ আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

কাপ্তাই (রাঙামাটি): রাঙামাটির কাপ্তাই উপজেলায় চিৎমরম বৌদ্ধ বিহারে গতকাল কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। বিহার মাঠে দায়ক-দায়িকারা এর আয়োজন করে। এতে প্রধান দায়ক ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।

চিৎমরম বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ইউএনও মুনতাসির জাহান, সাবেক জেলা পরিষদ সদস্য থোয়াইচিং মারমা প্রমুখ।

রাজস্থলী: রাঙামাটি রাজস্থলীর চুশাকপাড়া বৌদ্ধ বিহারের গতকাল কঠিন চীবর দানোৎসবের সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ উ কিত্তিমা মহাথের। উপজেলা গাইন্দ্যা ইউনিয়নে অবস্থিত এই বিহারে আলোচনা সভায় বাঘমারা বনবিহারে অধ্যক্ষ উ পয়ঞাদিপা মহাথের উপস্থিত ছিলেন। এতে কয়েকশ পুণ্যার্থী ধর্মীয় দেশনা সভায় অংশ গ্রহণ করেন।

রোয়াংছড়ি (বান্দরবান): বান্দরবান রোয়াংছড়ি উপজেলার কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে গতকাল ৫৩তম দানোত্তম কঠিন চীবর দান পালিত হয়েছে। বান্দরবানের পার্বত্য সংঘ নিকায় ও জেতবন বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ উ উইচাবিন্দা মহথেরের সভাপতিত্বে ধর্ম সভায় উপস্থিত ছিলেন দ্বিতীয় উপসংঘরাজ পার্বত্য সংঘ নিকায় ও বালাঘাটা পারিহিতা বৌদ্ধ বিহার অধ্যক্ষ উ পাইন্ডিচা মহাথেরসহ বিভিন্ন বিহারাধ্যক্ষ ভান্তেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এনসিটিবি: পাঠ্যবইয়ে আবার পরিবর্তন আসছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত