Ajker Patrika

তেল পাম্পে বিস্ফোরণে দগ্ধ দুই কর্মচারীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২: ১৪
তেল পাম্পে বিস্ফোরণে দগ্ধ  দুই কর্মচারীর মৃত্যু

পাবনা সদর উপজেলা হেমায়েতপুরে জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর মালিকানাধীন নর্থ বেঙ্গল পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিন কর্মচারীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার তাঁরা মারা যান।

মৃত ওই দুই কর্মচারী হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের খন্দকারপাড়ার মতিউর রহমান (২১) ও চরভগীরথপুর গ্রামের আবু সাঈদ (৩২)। অপর দগ্ধ কর্মচারীর নাম শাকিল আহমেদ (২৪)। তিনি ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ বিকট শব্দে ওই পাম্পে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় তিন কর্মচারী অগ্নিদগ্ধ হন। তাঁদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধদের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন চিকিৎসক।

পেট্রল পাম্প মালিক জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী বলেন, ঘটনার দিন তিন কর্মচারী পাম্পে দাঁড় করানো একটি ট্রাকে তেল দিচ্ছিলেন। এ সময় ট্রাকের উপরে এক ব্যক্তি সিগারেট টেনে উচ্ছিষ্ট অংশ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় আগুনে দগ্ধ হয় পাম্পের ওই তিন কর্মচারী। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি তাঁদের যাবতীয় চিকিৎসাব্যয় বহন করেন।

পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ মতিউর রহমানের শরীরের ৫২ শতাংশ, শাকিল আহমেদের ৪৬ শতাংশ ও সাঈদের শরীরের ৫৬ শতাংশ দগ্ধ হওয়াতে তাঁদের দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার মারা যান মতিউর রহমান ও গতকাল মঙ্গলবার সকালে মারা যান আবু সাঈদ।

স্থানীয়রা জানান, এই তেল পাম্পের অবকাঠামো নিয়মতান্ত্রিকভাবে না হওয়ায় বিস্ফোরক দপ্তর পেট্রল পাম্পটি বন্ধ ঘোষণা করেছিল। তবে গোপনে তেল বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ফোনে তিনি জানতে পেরেছেন দুজনের মৃত্যু হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত