Ajker Patrika

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ২৪
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে সাতক্ষীরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এ দাবিতে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতারা। জেলা প্রশাসকের পক্ষে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এবিএম সেলিম, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ এখলেছার আলী বাচ্চু, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আকবর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল (২), অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টু, আলহাজ নুরুল আমীন, মিজানুর রহমান বাপ্পী, আবু সাইদ রাজা, আলমগীর আশরাফ, জিএম ফিরোজ আহমেদ, রফিকুল ইসলাম খোকন, লুৎফুন্নেছা রুবী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত