Ajker Patrika

বীরাঙ্গনা চরিত্রে নার্গিস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৩: ২৭
বীরাঙ্গনা চরিত্রে নার্গিস

বিজয়ের ৫০তম বছরে নির্মাতা পান্থ প্রসাদ নির্মাণ করলেন মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘সাবিত্রী’। ছবির নামভূমিকায় বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নার্গিস। সরকারি অনুদান পাওয়া ‘সাবিত্রী’ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্ত হিরা, বৈশাখী ঘোষ প্রমুখ।

নির্মাতা জানিয়েছেন, একজন প্রসিকিউটর ও একজন যুদ্ধাপরাধীকে দিয়ে ‘সাবিত্রী’র গল্প শুরু। যুদ্ধাপরাধের বিচারে সাক্ষ্য দিতে ডাকা হয় বীরাঙ্গনা সাবিত্রীকে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি; যার ফলে তাঁর ছেলের জন্ম হয়। এত বছর পর ওই ঘটনা সামনে এলে কী প্রতিক্রিয়া হবে, তা নিয়ে সংশয়ে পড়েন সাবিত্রী। শেষ পর্যন্ত সব সংশয় ঝেড়ে ফেলে সাবিত্রী মুখোমুখি হন আইনজীবীর।

আগামী বছর ২৬ মার্চ ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন কমল চন্দ্র দাস, কস্টিউম ডিজাইন করেছেন প্রীতি রোজারিও।

নার্গিস বলেন, ‘অনুদানের ছবি “সাবিত্রী”তে নামভূমিকায় অভিনয় করেছি। সাবিত্রী একজন বীরাঙ্গনা। স্বাধীনতা অর্জনের দীর্ঘ বছর পরে তাঁকে মুখোমুখি হতে হয় ফেলে আসা নির্মম এক অতীতের। আমি সাধ্যমতো চেষ্টা করেছি সাবিত্রী হয়ে উঠতে। নির্মাতা সন্তোষ প্রকাশ করেছেন। এখন বাকিটা বিচার করবেন দর্শক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত