Ajker Patrika

ডাইনোসরের পার্কে চলো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ২১
ডাইনোসরের পার্কে চলো

ঘুম থেকে উঠেই যদি শোনো, আজ তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে, তাহলে কেমন হবে বলো তো? নিশ্চয় তুমি আনন্দে আটখানা হয়ে যাবে। কারণ চিড়িয়াখানায় গেলে তোমার পছন্দের সব প্রাণী দেখতে পারবে। তাদের জীবনযাপন, খাওয়া-দাওয়া, বসবাস সম্পর্কে জানতে পারবে। আজ তোমাকে বিলুপ্ত হওয়া প্রাণী ডাইনোসরের শহরে নিয়ে যাব। ভাবছ কীভাবে?

একটি অ্যাপ আছে, তার নাম ‘ডাইনোসর পার্ক—প্রাইমভাল জু।’ মজার বিষয় হলো, এই চিড়িয়াখানার মালিক হবে তুমি। আর তুমি সব ডাইনোসরকে নিয়ন্ত্রণ করবে। এখানে তোমাকে ডাইনোসরের বাসস্থান নির্ধারণ করতে হবে। তাদের থাকার জায়গা সাজাতে হবে। তারা যেন আনন্দে খেলতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের খাবার খাওয়াতে হবে। সেই সঙ্গে চিড়িয়াখানায় স্ন্যাক্স ও স্যুভেনিরের দোকান রাখতে হবে; যেন চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীরা সুযোগগুলো পায়। ডাইনোসররা পার্কে খেলবে, আড্ডা দেবে। আর এই সবকিছুই তুমি নিয়ন্ত্রণ করবে। তুমি যদি সঠিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে পয়েন্ট পাবে।

খুব মজার এ খেলাটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। এটি একেবারে ফ্রি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত