Ajker Patrika

ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়

সম্পাদকীয়
ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়

ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন সমাজবিজ্ঞানী, ঔপন্যাসিক, সাহিত্য সমালোচক ও অধ্যাপক। সাহিত্য সমালোচনায় তিনি ‘মার্ক্সীয় নন্দনতত্ত্ববিদের পুরোধা’ হিসেবে খ্যাতি পেয়েছিলেন। 

তাঁর জন্ম ১৮৯৪ সালের ৫ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের হুগলির চাতরা-শ্রীরামপুরে। তিনি ১৯০৯ সালে বারাসাত স্কুল থেকে প্রবেশিকা, ১৯১২ সালে রিপন কলেজ থেকে আইএসসি পাস করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন। বঙ্গবাসী কলেজে অধ্যাপনার মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু হয়। তারপরে তিনি লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় (১৯২২-৫৪) ও আলীগড় বিশ্ববিদ্যালয়ে (১৯৫৪-৫৯) অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। 

মাঝে তিনি উত্তর প্রদেশ সরকারের প্রচার বিভাগের উপদেষ্টা এবং লেবার এনকোয়ারি কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৫২ সালে তিনি মস্কোয় অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন। একই বছর তিনি হেগ শহরে সোশ্যাল স্টাডিজ ইনস্টিটিউটে সমাজতত্ত্বের অতিথি অধ্যাপক হয়ে ‘সোসিওলজি অব কালচার’ বিষয়ে বক্তব্য দেন। ১৯৫৫ সালে তিনি বান্দুং সম্মেলনে যোগ দেন এবং ১৯৫৭ সালে ইন্ডিয়ান সোসিওলজি কনফারেন্সের প্রথম সভাপতি নির্বাচিত হন। 

বুদ্ধি দিয়ে সমাজ, সংস্কৃতি ও ব্যক্তিত্বকে বিশ্লেষণ করতেন ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়। এর নেপথ্যে রয়েছে ‘সবুজ পত্র’ পত্রিকার প্রভাব। সেই ঋণ স্বীকারও করেছেন তিনি। কমিউনিস্ট ইশতেহার এবং কার্ল মার্ক্সের ক্যাপিটাল পড়ার মধ্য দিয়ে তাঁর মনোজগতের পরিবর্তনের সূচনা বলে তিনি নিজে স্বীকার করেছেন। ‘সবুজ পত্র’ পত্রিকায় লেখালেখি করলেও তিনি ছিলেন প্রধানত ‘পরিচয়’ পত্রিকার লেখক। এই পত্রিকার পুস্তক পরিচয় অংশটি মূলত তিনিই দেখতেন। 

অন্তঃশীলা, আবর্ত ও মোহনা হলো তাঁর ত্রয়ী উপন্যাস। এতে সমকালের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে নর-নারীর প্রেম ও আত্মজিজ্ঞাসার কথা আছে। প্রবন্ধের মধ্যে রয়েছে আমরা ও তাঁহারা, চিন্তয়সি, সুর ও সঙ্গতি, কথা ও সুর, মনে এলো, ঝিলিমিলি ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর বেশ কয়েকটি ইংরেজি রচনাও রয়েছে। তিনি ১৯৬১ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত