কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
পবিত্র রমজানে ইফতার উপলক্ষে ফার্মগেটের রেস্টুরেন্টগুলোতেও রয়েছে বাড়তি আয়োজন। বেলা গড়াতে না-গড়াতেই রেস্টুরেন্টগুলো থেকে বেরোতে থাকে সুঘ্রাণ। শেষ বিকেলে তা আরও গাঢ় হয়ে ওঠে। ক্রেতাদেরও ভিড় বাড়ে বিকেলে। বিক্রি হয় খাসি ও চিকেনের গ্রিল চাপ, লেগ কাবাব, লেগ রোস্ট, হালিমসহ নানা পদের খাবার।
গতকাল শুক্রবার বিকেলে ফার্মগেটের হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের সামনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা কিনছেন পছন্দের ইফতারসামগ্রী। অফিসফেরত অনেকেই ইফতারি কিনে ফিরছেন বাসায়। তেমনই একজন সোহানুর রহমান সোহান বলেন, ‘অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায়। বাড়ি ফেরার পথে তাই এখান থেকে টুকটাক ইফতার কিনে নিয়ে যাই।’ এরপর রিকশা পেয়ে ইফতারের আগেই বাসায় পৌঁছানোর জন্য রওনা দেন তিনি।
হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, তাঁদের ইফতার আইটেমের মধ্যে খাসি ও চিকেনের গ্রিল চাপ, লেগ কাবাব, লেগ রোস্ট, হালিমসহ অন্যান্য পদও রয়েছে। তবে গরম বেশি হওয়ায় লাচ্ছি ও লাবাং বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এবারে ইফতারসামগ্রী বাইরে না রেখে দোকানের ভেতরে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ফার্মগেট রেস্টুরেন্টের বাইরে দেখা যায়, ইফতারের নানা পদে ভরপুর টেবিল। বিক্রেতা সবুজ ইসলাম বলেন, ‘সব শ্রেণির মানুষই যেন কিনতে পারে, সে কারণে ৫ টাকার পেয়াজি থেকে শুরু করে ৮০০ টাকার মাটন হালিম পর্যন্ত আছে আমাদের এখানে।’
আশপাশে ছোট ছোট পানীয়র দোকানও দেখা যায় এই এলাকায়। সেখানে বিভিন্ন ফলমূলের জুস ও ফালুদা ক্রেতাদের নজর কাড়ছে। জুস বিক্রেতার কাছে জানা গেল, তাঁর কাছে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তরমুজের জুস ও লেবুর শরবত।
এ ছাড়া নগরীর ব্যস্ততম স্থান কারওয়ান বাজার ইফতারের আগমুহূর্তে আরও ব্যস্ত হয়ে ওঠে। তবে কারওয়ান বাজারের প্রস্তুতি খুবই তাৎক্ষণিক। সেখানে ছয়-সাতজন মানুষ একটি বড় পাত্রে ইফতারি মেখে একসঙ্গে ইফতার করেন।
গতকাল এমনই একটি দলে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন সুমন। পেশায় তিনি ট্রাকচালকের সাহায্যকারী। সুমন বলেন, ‘এখানে সবার সঙ্গে ইফতার করতে ভালোই লাগে। বাড়িতে তো সবার সঙ্গে বইসা ইফতার করা হয় না। এইখানে পরিবারের মতোন হইয়া গেছি। সবাই রোজা রাহে না, তয় সবাই এ লগে ইফতার করি আমরা।’
পবিত্র রমজানে ইফতার উপলক্ষে ফার্মগেটের রেস্টুরেন্টগুলোতেও রয়েছে বাড়তি আয়োজন। বেলা গড়াতে না-গড়াতেই রেস্টুরেন্টগুলো থেকে বেরোতে থাকে সুঘ্রাণ। শেষ বিকেলে তা আরও গাঢ় হয়ে ওঠে। ক্রেতাদেরও ভিড় বাড়ে বিকেলে। বিক্রি হয় খাসি ও চিকেনের গ্রিল চাপ, লেগ কাবাব, লেগ রোস্ট, হালিমসহ নানা পদের খাবার।
গতকাল শুক্রবার বিকেলে ফার্মগেটের হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের সামনে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা কিনছেন পছন্দের ইফতারসামগ্রী। অফিসফেরত অনেকেই ইফতারি কিনে ফিরছেন বাসায়। তেমনই একজন সোহানুর রহমান সোহান বলেন, ‘অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায়। বাড়ি ফেরার পথে তাই এখান থেকে টুকটাক ইফতার কিনে নিয়ে যাই।’ এরপর রিকশা পেয়ে ইফতারের আগেই বাসায় পৌঁছানোর জন্য রওনা দেন তিনি।
হোটেল নিউ স্টার অ্যান্ড কাবাবের ম্যানেজার হাবিবুর রহমান বলেন, তাঁদের ইফতার আইটেমের মধ্যে খাসি ও চিকেনের গ্রিল চাপ, লেগ কাবাব, লেগ রোস্ট, হালিমসহ অন্যান্য পদও রয়েছে। তবে গরম বেশি হওয়ায় লাচ্ছি ও লাবাং বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এবারে ইফতারসামগ্রী বাইরে না রেখে দোকানের ভেতরে রাখার ব্যবস্থা করা হয়েছে।
ফার্মগেট রেস্টুরেন্টের বাইরে দেখা যায়, ইফতারের নানা পদে ভরপুর টেবিল। বিক্রেতা সবুজ ইসলাম বলেন, ‘সব শ্রেণির মানুষই যেন কিনতে পারে, সে কারণে ৫ টাকার পেয়াজি থেকে শুরু করে ৮০০ টাকার মাটন হালিম পর্যন্ত আছে আমাদের এখানে।’
আশপাশে ছোট ছোট পানীয়র দোকানও দেখা যায় এই এলাকায়। সেখানে বিভিন্ন ফলমূলের জুস ও ফালুদা ক্রেতাদের নজর কাড়ছে। জুস বিক্রেতার কাছে জানা গেল, তাঁর কাছে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে তরমুজের জুস ও লেবুর শরবত।
এ ছাড়া নগরীর ব্যস্ততম স্থান কারওয়ান বাজার ইফতারের আগমুহূর্তে আরও ব্যস্ত হয়ে ওঠে। তবে কারওয়ান বাজারের প্রস্তুতি খুবই তাৎক্ষণিক। সেখানে ছয়-সাতজন মানুষ একটি বড় পাত্রে ইফতারি মেখে একসঙ্গে ইফতার করেন।
গতকাল এমনই একটি দলে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন সুমন। পেশায় তিনি ট্রাকচালকের সাহায্যকারী। সুমন বলেন, ‘এখানে সবার সঙ্গে ইফতার করতে ভালোই লাগে। বাড়িতে তো সবার সঙ্গে বইসা ইফতার করা হয় না। এইখানে পরিবারের মতোন হইয়া গেছি। সবাই রোজা রাহে না, তয় সবাই এ লগে ইফতার করি আমরা।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪