Ajker Patrika

স্ত্রীর কিডনিতে বাঁচবে তরুণের জীবন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ২৭
স্ত্রীর কিডনিতে বাঁচবে তরুণের জীবন

লালমনিরহাটের পাটগ্রামে নিজের একটি কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচালেন রুমা বেগম (৩১)। আলোচিত এই ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িমারি ইউনিয়নের মুগলিবাড়ি এলাকায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

জানা গেছে, দুটি কিডনি নষ্ট হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন নুর হোসেন (৩৫)। দীর্ঘ ৪ বছর ধরে অসুস্থ তিনি। জীবন বাঁচাতে তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকেরা। সে অনুযায়ী তিনি ডোনার খুঁজতে থাকেন। কিন্তু বহু জায়গায় খোঁজ করেও কিডনি না পেয়ে দিশেহারা হয়ে পড়ে তাঁর পরিবারের সদস্যরা। এই অবস্থায় নিজেই কিডনি দিতে সম্মত হন নুর হোসেনের স্ত্রী রুমা।

পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকার শ্যামলী সেন্টার ফর কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) দু’জনের অপারেশন সম্পন্ন হয়। অপারেশন করে স্বামীর নষ্ট ১টি কিডনি ফেলে দিয়ে স্ত্রীর দেওয়া কিডনিটি প্রতিস্থাপন করা হয়।

বর্তমানে তাঁরা দুজনেই ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের দুই ছেলে । বড় ছেলে রিফাত হোসেন (১১) স্থানীয় বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছোট ছেলের নাম সিফাত হোসেন (৫)।

রুমা বেগম বলেন, ‘স্বামীকে নিজের কিডনি দিতে পেরে ভালো লাগছে। আমি মনে করতাম বাঁচলে দুজনে বাঁচব আর মরলে দুজনে মরব। আমি নিজের ইচ্ছেয় কিডনি দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত