Ajker Patrika

কোক স্টুডিও বাংলার প্রথম গান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৩
কোক স্টুডিও বাংলার প্রথম গান

‘নাসেক নাসেক’ শিরোনামের গান দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের যাত্রা। ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ প্রিমিয়ারে মুক্তি পেয়েছে নতুন গানটি। এর আগে, থিম সং ‘একলা চলো রে’-এর মুক্তি দিয়ে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

‘নাসেক নাসেক’ গানটি পরিবেশন করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই ও অনিমেষ রায়। গানটি মূলত ক্ষুদ্র জাতিসত্তা হাজংদের জনপ্রিয় একটি গান। হাজং জনগোষ্ঠীর শিল্পী অনিমেষ রায় নিজ মাতৃভাষায় গেয়েছেন গানটি। এর সঙ্গে ফিউশন করে পান্থ কানাই গেয়েছেন ‘দোল দোল দুলুনি’। দুইয়ে মিলে বেশ জমেছে গানটি।

গানটির সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘প্রথম গানটি সবার কাছে তুলে ধরতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি কোক স্টুডিও বাংলার শুরু মাত্র। প্রথম সিজনের জন্য জনপ্রিয় অনেক শিল্পীর গাওয়া চমৎকার সব গান অপেক্ষা করে আছে।’

এ উপলক্ষে লাইভ উদ্বোধনী আয়োজনে দর্শক-শ্রোতাদের স্বাগত জানান কোকা-কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান। তাঁর উপস্থাপনায় গানটি পরিবেশনের পরপরই একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাহসান কোক স্টুডিও বাংলা নিয়ে ১০টি প্রশ্ন করেন এবং সবচেয়ে দ্রুত উত্তরদাতা কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে জিতে নেন পুরস্কার। বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ১০ হাজারের বেশি মানুষ লাইভে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত