Ajker Patrika

ভারতে ব্যাংক ধর্মঘট

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ৫৩
ভারতে ব্যাংক ধর্মঘট

ভারত সরকারের নীতি এবং ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদে হরতাল পালন করছেন দেশটির ব্যাংক কর্মচারীরা। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুদিনের এই ধর্মঘট। ৯টি ব্যাংক কর্মী সংগঠনকে নিয়ে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক এই ধর্মঘট ডেকেছে। গতকাল ছিল হরতালের দ্বিতীয় ও শেষ দিন।

স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতজুড়ে হরতালের জেরে ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনকারীদের দাবি, প্রায় ৭ লাখ কর্মী এই দুই দিনের ধর্মঘটে শামিল হয়েছেন। ভারতের ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য গণমাধ্যমে বলেছেন, সরকার তাঁদের দাবি না মানলে পরবর্তী সময়ে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন। তাঁদের এই হরতালকে সমর্থন জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত