সম্পাদকীয়
বেড়ে উঠছেন যখন, তখন সন্জীদা খাতুন ভাবলেন, ভালো যদি বাসেন কাউকে, তবে তা জানিয়ে দেবেন। ক্লাস নাইনে উঠেছেন, সুতরাং এ সময় ভালোবাসার রং একটু লাগতেই পারে মনে। ঘোড়ার গাড়ি করে স্কুল থেকে ফিরছেন বাড়িতে, পথে দেখলেন এক নানা আসছেন, সঙ্গে তাঁর ছেলে। ছেলেটা ঘোড়ার গাড়ির দিকে তাকিয়ে মৃদু হাসছে।
মুসলমান ঘরে এই সম্পর্কগুলোর মধ্যে প্রণয় বা পরিণয় কোনোটাই আটকায় না। আরও বার দুই সেই ছেলে বাড়িতে এলে সন্জীদা খাতুন বুঝতে পারলেন, বড়ই উথালপাতাল হচ্ছে মন। কিন্তু কী করে মনের এই চাওয়া-পাওয়ার বিবাদভঞ্জন হবে? অগত্যা ভরসা চিঠি। ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেল আরমানিটোলা স্কুলে ক্লাস নাইনের ছাত্র সে!
সম্বোধনহীন সে চিঠির প্রথম লাইনটি ছিল, ‘প্রথম দেখাতেই কেমন করে যে এমন ভালোবেসে ফেললাম, জানি না।’ ছোট ভাই নবাবকে (কাজী আনোয়ার হোসেন) বললেন, ‘চিঠিটা ওকে দিবি।’
ফিরে আসার পর নবাবকে জিজ্ঞেস করলেন, ‘কী হলো?’ নবাব বলল, ‘চিঠিটা খানিক পড়ে পকেটে রেখে দিল।’
চিঠির উত্তর আসে না। নবাব আর পেঁচির (সন্জীদা খাতুনের ডাক নাম) কথোপকথনে কৌতূহল হলো ছোট ভাই নূরুর। তাকেও বলা চাই। প্রথমে মৌন থাকলেও নূরুর জেদের কাছে পরাজিত হয়ে বলে দিতে হলো। এবার নূরুর জেদ, চিঠিতে কী লেখা আছে, সেটা ওকে পড়ে শোনাতে হবে। না হলে সে মাকে বলে দেবে।’
সন্জীদা বললেন, ‘মাকে বলে দিলে আমি বিষ খাব।’ নূরু কিন্তু মাকে বলে দিল। তখন লাইজলের বোতল হাতে তুলে নিলেন সন্জীদা। নিজেকে যুক্তি দিলেন, তিনি তো বিষ খাবেন বলেছেন, বিষ খেয়ে মরে যাবেন, সে কথা বলেননি। তাই একটু বিষ খেলেই হলো। লাইজলের দুই ঢোক জ্বলতে জ্বলতে নেমে গেল তার পেটে। এরপর তো চিৎকার, হল্লা, ডাক্তার ডাকা। হাসপাতালে রাত্রিবাস।
প্রেমের ঝক্কি বুঝলেন তিনি এভাবে।
সূত্র: সন্জীদা খাতুন, অতীত দিনের স্মৃতি, পৃষ্ঠা ৫০-৫২
বেড়ে উঠছেন যখন, তখন সন্জীদা খাতুন ভাবলেন, ভালো যদি বাসেন কাউকে, তবে তা জানিয়ে দেবেন। ক্লাস নাইনে উঠেছেন, সুতরাং এ সময় ভালোবাসার রং একটু লাগতেই পারে মনে। ঘোড়ার গাড়ি করে স্কুল থেকে ফিরছেন বাড়িতে, পথে দেখলেন এক নানা আসছেন, সঙ্গে তাঁর ছেলে। ছেলেটা ঘোড়ার গাড়ির দিকে তাকিয়ে মৃদু হাসছে।
মুসলমান ঘরে এই সম্পর্কগুলোর মধ্যে প্রণয় বা পরিণয় কোনোটাই আটকায় না। আরও বার দুই সেই ছেলে বাড়িতে এলে সন্জীদা খাতুন বুঝতে পারলেন, বড়ই উথালপাতাল হচ্ছে মন। কিন্তু কী করে মনের এই চাওয়া-পাওয়ার বিবাদভঞ্জন হবে? অগত্যা ভরসা চিঠি। ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেল আরমানিটোলা স্কুলে ক্লাস নাইনের ছাত্র সে!
সম্বোধনহীন সে চিঠির প্রথম লাইনটি ছিল, ‘প্রথম দেখাতেই কেমন করে যে এমন ভালোবেসে ফেললাম, জানি না।’ ছোট ভাই নবাবকে (কাজী আনোয়ার হোসেন) বললেন, ‘চিঠিটা ওকে দিবি।’
ফিরে আসার পর নবাবকে জিজ্ঞেস করলেন, ‘কী হলো?’ নবাব বলল, ‘চিঠিটা খানিক পড়ে পকেটে রেখে দিল।’
চিঠির উত্তর আসে না। নবাব আর পেঁচির (সন্জীদা খাতুনের ডাক নাম) কথোপকথনে কৌতূহল হলো ছোট ভাই নূরুর। তাকেও বলা চাই। প্রথমে মৌন থাকলেও নূরুর জেদের কাছে পরাজিত হয়ে বলে দিতে হলো। এবার নূরুর জেদ, চিঠিতে কী লেখা আছে, সেটা ওকে পড়ে শোনাতে হবে। না হলে সে মাকে বলে দেবে।’
সন্জীদা বললেন, ‘মাকে বলে দিলে আমি বিষ খাব।’ নূরু কিন্তু মাকে বলে দিল। তখন লাইজলের বোতল হাতে তুলে নিলেন সন্জীদা। নিজেকে যুক্তি দিলেন, তিনি তো বিষ খাবেন বলেছেন, বিষ খেয়ে মরে যাবেন, সে কথা বলেননি। তাই একটু বিষ খেলেই হলো। লাইজলের দুই ঢোক জ্বলতে জ্বলতে নেমে গেল তার পেটে। এরপর তো চিৎকার, হল্লা, ডাক্তার ডাকা। হাসপাতালে রাত্রিবাস।
প্রেমের ঝক্কি বুঝলেন তিনি এভাবে।
সূত্র: সন্জীদা খাতুন, অতীত দিনের স্মৃতি, পৃষ্ঠা ৫০-৫২
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫