Ajker Patrika

দুই সেতুর সংযোগ সড়কে সমস্যার শেষ নেই

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২: ৫০
দুই সেতুর সংযোগ সড়কে সমস্যার শেষ নেই

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দুটি সেতুর অ্যাপ্রোচ সড়কে (সংযোগ সড়ক) খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর একটি উপজেলার সন্তোষপাড়া এলাকার ইছামতী নদীর ওপর সিরাজদিখান থেকে বালুচর সড়কে এবং অন্যটি লতব্দী ইউনিয়নের চরকমলাপুর এলাকায়।

দীর্ঘদিন সেতু দুটির অ্যাপ্রোচ সড়কে খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রায়ই গর্তে পড়ে যানবাহন বিকল হয়ে যাচ্ছে। ফলে বিঘ্ন ঘটছে যান চলাচলে। পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছেন গাড়ি চালক ও পথচারীরা। তাই গাড়ি চালক ও পথচারীরা দ্রুত অ্যাপ্রোচ সড়ক মেরামত করার দাবি জানিয়েছেন।

গত বুধবার বিকেল ৪টার দিকে দেখা গেছে, সেতু দুটির দুপাশে অ্যাপ্রোচ সড়ক খানাখন্দে জর্জরিত হয়ে আছে। সেতুতে উঠতে গেলে গাড়ি হেলে দুলে যায়। যেকোনো সময় এখানে গাড়ি পড়ে যেতে পারে এবং ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

লতব্দী ইউনিয়নের বাসিন্দা ফেরদৌস হাসান রাতুল বলেন, ‘সংস্কারের অভাবে দীর্ঘ কয়েক বছর ধরে সেতু দুটির দুপাশে খানাখন্দ হয়ে রয়েছে। কিন্তু প্রশাসন এদিক দিয়ে চলাচল করে, এটা তাঁদের নজরে পড়ে না। সেতুর দুপাশ মেরামত করা দরকার, তা না হলে দুর্ঘটনা ঘটতে পারে।’

স্থানীয় অটোরিকশাচালক মনির হোসেন বলেন, ‘আমরা সেতুতে উঠতে গেলে মাঝেমধ্যে অটোরিকশা হেলে যায়, মাঝেমধ্যে পড়ে যেতে চায়। অনেক সময় যাত্রীরা ধাক্কা দিয়ে সেতুতে ওঠায়। এটা মেরামত করা দরকার। সেতু মেরামত না করায় আমাদের দুর্ভোগ নিয়ে এ রাস্তায় চলাচল করতে হয়।’

আরেক অটোরিকশাচালক ইমরান বলেন, ‘মাহিন্দ্রা গাড়ি এবং ট্রাক চলাচল করার কারণে সেতুর এ রকম বাজে অবস্থা। তাই বড় গাড়ি আগে বন্ধ করতে হবে। তা না হলে ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি ভেঙে যাবে। আমাদের চলাচল বন্ধ হয়ে যাবে। তাই ঝুঁকিপূর্ণ বেইলি সেতু এবং রাস্তা মেরামত করা দরকার।’

উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ বলেন, ‘সিরাজদিখান থেকে বালুচর সড়কের কাজ চলছে। শিগগিরই সেতু দুটির অ্যাপ্রোচ সড়কের কাজ ধরা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত