Ajker Patrika

আধুনিক ও বিশ্বমানের কর্মমুখী শিক্ষা দিচ্ছে ইউল্যাব

সহায়িকা ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৩: ০৮
আধুনিক ও বিশ্বমানের কর্মমুখী শিক্ষা দিচ্ছে ইউল্যাব

শিক্ষার্থীদের সুনাগরিক এবং সমাজের জন্য দায়বদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। ২০০৪ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই লিবারেল আর্টস শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা-কারিকুলাম, সময়োপযোগী মার্কেট ড্রাইভেন পরিচালনার উদ্দেশ্য নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। বহির্বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পর্যবেক্ষণ করে সমালোচনামূলক চিন্তাভাবনা, যোগাযোগ, জীবনব্যাপী শিক্ষাগ্রহণ, নেতৃত্ব, টেকসই উন্নয়ন ও বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতের নীতিমালা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে ইউল্যাব।

যেসব কোর্স পড়ানো হয়
বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্সগুলো হলো ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), বিএসএস ইন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে), বিএ ইন ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই্ই) এবং স্নাতকোত্তর কোর্সগুলো হলো এমবিএ, ইএমবিএ, মাস্টার্স ইন কমিউনিকেশন, এমএ ইন ইংলিশ। ইউল্যাবের সিএসই প্রোগ্রামে আইইবি এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামে গ্লোবাল অ্যালায়েন্স অ্যাক্রেডিটেশন রয়েছে। ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোর কারিকুলাম আউটকাম বেজড এডুকেশন (OBE) অনুসরণে প্রণীত।

স্থায়ী ক্যাম্পাস
মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে ৯ একর জমির ওপর আধুনিক স্থাপত্য বিন্যাসে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন ক্যাম্পাস। ইউল্যাবের স্থায়ী এই ক্যাম্পাস এক সবুজস্নিগ্ধ পরিবেশে ঘেরা। ক্যাম্পাস প্রাঙ্গণে রয়েছে জাতীয় মানের ক্রিকেট গ্রাউন্ড। ক্যাম্পাসের চারপাশে মাথা তুলে দাঁড়িয়েছে বাহারি ফুল আর ফলদ গাছপালা। নীলাভ পানিপূর্ণ লেক ইউল্যাব ক্যাম্পাসকে প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণতা দিয়েছে। আর অরগানিক ফলদ বাগান এ ক্যাম্পাসকে রূপ দিয়েছে একটি পরিকল্পিত বোটানিক্যাল গার্ডেনে।

আন্তর্জাতিক স্বীকৃতি
আধুনিক ও বিশ্বমানের কর্মমুখী শিক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতা তৈরিতে লিবারেল আর্টস শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইউল্যাব বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের শীর্ষ ১০০ সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের তালিকায় ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডটজও) র‍্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে ইউল্যাব। এর আগে টাইমস্ হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাব চতুর্থ স্থান অর্জন করে।

১০টি সমৃদ্ধ গবেষণাকেন্দ্র
গবেষণা খাতে ব্যয় বিবেচনায় বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউল্যাবের অবস্থান বরাবরই ওপরে। ভিতরগড় দুর্গনগরীতে ইউল্যাবের নিজস্ব আর্কিউলজিক্যাল ফিল্ড গবেষণা রয়েছে। সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ (সিএএস) এই ফিল্ডের দায়িত্বে রয়েছে। এটি ছাড়াও সেন্টার ফর বাংলা স্টাডিজ (সিবিএস), সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি (সিইএস), সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি), সেন্টার ফর অ্যাডভান্স থিওরি (সিএটি), সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল), তথ্য যাচাইবিষয়ক উদ্যোগ ফ্যাক্ট ওয়াচসহ ১০টি সমৃদ্ধ গবেষণাকেন্দ্র ইউল্যাবকে অনন্য স্বাতন্ত্র্যতা দিয়েছে। এই গবেষণাকেন্দ্রের গবেষকদের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি গবেষণায় সম্পৃক্ত থেকে গবেষণার সুযোগ পান।

প্রযুক্তি সন্নিবেশিত ক্লাসরুম-লাইব্রেরি
ইউল্যাবের ক্লাসরুমগুলোতে অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ করা হয়েছে। লাইব্রেরিতে দেশি-বিদেশি প্রয়োজনীয় পুস্তকসহ জার্নাল, ম্যাগাজিন, গবেষণাপত্র ও প্রয়োজনীয় অডিও ও ভিজ্যুয়াল তথ্য-উপাত্ত রয়েছে। ইউল্যাবের ইঞ্জিনিয়ারিং (ইইই, সিএসই) বিভাগগুলোর শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রয়োজনীয় সংখ্যক ল্যাব। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে এই ল্যাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউল্যাবের জার্নালিজমের শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষাদানের জন্য রয়েছে ইউল্যাব টিভি স্টেশন, রেডিও স্টেশন এবং নিজস্ব পত্রিকা। এসব গণমাধ্যমে শিক্ষার্থীরাই নির্মাতা, সঞ্চালক ও প্রতিবেদকের ভূমিকায় থাকেন।

ক্লাব কার্যক্রম ও ছাত্রসেবা
সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ইউল্যাবে কো-কারিকুলার অফিসের অধীন ২৩টি সক্রিয় ক্লাব কার্যক্রম পরিচালনা করছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পেশাজীবনে বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে ইউল্যাব ক্যারিয়ার সেন্টার অফিস। প্রফেশনাল ট্রেনিংসহ ক্যারিয়ার সহায়ক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে এ অফিসটি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ শিক্ষার্থীদের পেশাগত পথ খুঁজে পেতে দারুণ সহযোগিতা করে থাকে। শিক্ষার্থীদের পারিবারিক, ব্যক্তিগত ও সামাজিক সমস্যায় পরামর্শ প্রদানের জন্য রয়েছে ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস। বিভিন্ন মানসিক সমস্যায় পরামর্শের জন্য রয়েছে সাইকো-সোশ্যাল কাউন্সিলর। ছাত্রছাত্রীদের আইনি পরামর্শের জন্য আছে আইন পরামর্শক। ছাত্রছাত্রীরা তাৎক্ষণিক প্রয়োজনে ইউল্যাবের স্বাস্থ্যসেবা ও পরামর্শ সেন্টারের সহযোগিতা নিতে পারেন।

শিক্ষাবৃত্তি ও ক্রেডিট ট্রান্সফারের সুবিধা
ইউল্যাব প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের প্রায় ১৫ কোটি টাকা শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। এগুলোর মধ্যে উপাচার্য ও ডিন বৃত্তি উল্লেখযোগ্য। ইউল্যাবের শিক্ষার্থীরা তাঁদের প্রতি সেমিস্টারের ফলাফলের ওপর ভিত্তি করেও বিভিন্ন ধরনের শিক্ষাবৃত্তি পেয়ে থাকেন। এ ছাড়া ইউল্যাবে ভর্তির ক্ষেত্রেও এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিক্ষার্থীরা শতভাগ শিক্ষাবৃত্তি পেয়ে থাকেন। দেশ-বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অনেক সমঝোতা চুক্তিও রয়েছে।

ভর্তির প্রক্রিয়া
ইউল্যাব শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ইউজিসির ভর্তি নীতিমালা অনুসরণ করে। ভর্তির ক্ষেত্রে মেধাবী শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হয়। শিক্ষার্থীরা ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেন। ভর্তির জন্য অনলাইনে বা সরাসরি অ্যাডমিশন অফিসে এসে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত