পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন প্রবহমান খালে বালু ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। দখলকারীদের ভূমিদস্যু আখ্যা দিয়ে ওই খালটি দ্রুত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন খালের উভয় পাড়ের বাসিন্দারা।
গতকাল বুধবার বেলা ১১টায় কাকচিড়া বাজার সংলগ্ন খালের উভয় পাড়ের বাসিন্দা ও খালের সুবিধাভোগী এলাকাবাসী খাল দখলমুক্ত করতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্যে এলাকাবাসী জানান, শতবর্ষী খালটি কাকচিড়া ইউনিয়নের কৃষিতে সেচসহ দৈনন্দিন প্রয়োজনে একমাত্র পানির উৎস। কিন্তু এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি খালটি বালু ভরাট করে স্থাপনা নির্মাণ করে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে খালের একাংশ ইতিমধ্যে মরে গেছে। এ অবস্থায় একদিকে যেমন পানি সংকট দেখা দিয়েছে অপরদিকে বর্ষায় জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে। খালটি দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও অজ্ঞাত কারণে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর।
মানববন্ধনে বক্তব্য দেন গুদিঘাটা কাকচিড়া খাল পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলম পহলান, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল উদ্দীন পারভেজ জমাদ্দার, কাকচিড়ি সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি তুহিন পহলান প্রমুখ। এ সময় তাঁরা খালটি দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আলম পহলান বলেন, খালটি সম্পূর্ণ সরকারি মালিকানায়। কিন্তু প্রভাবশালীরা বালু ভরাট করে দখল করে স্থাপনা বিক্রি করছে। এ বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করার পর পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করে উচ্ছেদ করা হবে বলে কথা দিয়েছিলেন। কিন্তু এখনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পাথরঘাটার ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, তিনি বিষয়টি জানার পর খাল ভরাট এলাকা পরিদর্শন করেছেন। খালটি দখলমুক্ত করতে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার সংলগ্ন প্রবহমান খালে বালু ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। দখলকারীদের ভূমিদস্যু আখ্যা দিয়ে ওই খালটি দ্রুত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন খালের উভয় পাড়ের বাসিন্দারা।
গতকাল বুধবার বেলা ১১টায় কাকচিড়া বাজার সংলগ্ন খালের উভয় পাড়ের বাসিন্দা ও খালের সুবিধাভোগী এলাকাবাসী খাল দখলমুক্ত করতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্যে এলাকাবাসী জানান, শতবর্ষী খালটি কাকচিড়া ইউনিয়নের কৃষিতে সেচসহ দৈনন্দিন প্রয়োজনে একমাত্র পানির উৎস। কিন্তু এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি খালটি বালু ভরাট করে স্থাপনা নির্মাণ করে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে খালের একাংশ ইতিমধ্যে মরে গেছে। এ অবস্থায় একদিকে যেমন পানি সংকট দেখা দিয়েছে অপরদিকে বর্ষায় জলাবদ্ধতাও সৃষ্টি হচ্ছে। খালটি দখলমুক্ত করতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও অজ্ঞাত কারণে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর।
মানববন্ধনে বক্তব্য দেন গুদিঘাটা কাকচিড়া খাল পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলম পহলান, কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামাল উদ্দীন পারভেজ জমাদ্দার, কাকচিড়ি সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি তুহিন পহলান প্রমুখ। এ সময় তাঁরা খালটি দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আলম পহলান বলেন, খালটি সম্পূর্ণ সরকারি মালিকানায়। কিন্তু প্রভাবশালীরা বালু ভরাট করে দখল করে স্থাপনা বিক্রি করছে। এ বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনকে অবহিত করার পর পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শন করে উচ্ছেদ করা হবে বলে কথা দিয়েছিলেন। কিন্তু এখনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পাথরঘাটার ইউএনও হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ জানান, তিনি বিষয়টি জানার পর খাল ভরাট এলাকা পরিদর্শন করেছেন। খালটি দখলমুক্ত করতে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫