Ajker Patrika

হেরে গেলেন মশু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৮
হেরে গেলেন মশু

ভোটের লড়াইয়ে নামা আড়াই ফুট উচ্চতার মোশারফ হোসেন মশু ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মশু ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় তাঁকে নিয়ে উপজেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্র তাঁকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ছাব্বিশ বছর বয়সী মশু ভূরুঙ্গামারীর বাগভান্ডার এলাকার কদমতলা গ্রামের হরমুজ আলীর ছেলে।

গত সোমবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ফলাফলে দেখা গেছে মশু ভ্যানগাড়ি প্রতীকে ৩১১ ভোট পেয়েছেন। মশুর চেয়ে ৪৮৫ ভোট বেশি পেয়েছেন জয়ী প্রার্থী। ওই ওয়ার্ডে ৬ জন প্রার্থী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওয়ার্ডটির ৩ হাজার ৬৬৮ জন ভোটারের মধ্যে ২ হাজার ৬০৭ জন ভোট দেন।

মশু নির্বাচনের ফলাফল মেনে নিয়ে বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবে। হারকে হার হিসেবে দেখছি না। আগামী নির্বাচনে জয়ী হয়ে এলাকাবাসীর সেবা করতে চাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত