নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিরোধী বিএনপি কোথায় সমাবেশ করবে, বিষয়টি চূড়ান্ত হয়নি। বিএনপি চায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে টঙ্গীর ইজতেমা মাঠে সমাবেশ করতে।
১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনেই শান্তিপূর্ণভাবে করা হবে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়ার নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ফখরুল বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর নাকি সমাবেশ করতে দেওয়া হবে না। দেশটা কি কারও বাপের রাজত্ব নাকি? ১০ তারিখে এখানেই (নয়াপল্টনে) সমাবেশ হবে। এখনো তো আসল ঘোষণা দিইনি। আসল ঘোষণা আসবে ১০ তারিখে। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।’
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত দলটির মহাসচিব বলেছেন, এমনি এমনি কেউ সরে না, সরাতে হবে। সরকার বিএনপির সাতজনকে হত্যা করেছে। আন্দোলনে ফেটে পড়তে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জেগে উঠতে হবে।
হামলা মামলা গ্রেপ্তারের অভিযোগ
দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, ১০ ডিসেম্বর ঢাকায়, ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠেয় দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। হামলা চালিয়ে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে অনেককে।
ময়মনসিংহের ফুলপুরে নেতা-কর্মীদের ওপর গতকাল হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি হামলার ঘটনা শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করেনি।
শেরপুরের রঘুনাথবাজারে গতকাল বিক্ষোভ মিছিলের সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করেছে। জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ মিছিলটি থামিয়ে দেয়। লাঠিপেটা শুরু করে এবং টিয়ার গ্যাস ছোড়ে এবং ধাওয়া ও গুলি শুরু করে। এতে বিএনপির প্রায় এক শ নেতা-কর্মী আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, বিএনপি নাশকতামূলক কিছু করতে পারে, এমন গোয়েন্দা তথ্য ছিল। এ ঘটনায় ইতিমধ্যে ১৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, মঙ্গলবার তাঁর অফিসে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে আটক করেছে। পরে বলা হয়, একটা ব্যাগে ককটেল ছিল, যা মোটেও সত্য নয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, তল্লাশির সময় পুলিশ ওবায়েদ পাঠানের অফিসের রান্নাঘর থেকে আটটি ককটেল উদ্ধার করেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সোমবার দুপুরে নাশকতার অভিযোগে বিএনপির ৩৪ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছেন পুলিশের উপপরিদর্শক শাহাদাত হোসেন। আদালত চত্বরে টায়ারে আগুন দেওয়া এবং চারটি ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আসামিদের ধরতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতিসভা শেষে সোমবার সন্ধ্যায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশ বানচাল করতে গ্রেপ্তার করছে পুলিশ।
নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাতনামা লোকেরা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ওহাব মণ্ডল নামের বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে আরও আটটি ককটেল ও বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় মঙ্গলবার ৩০ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির মাধ্যমে জনমনে ভীতি সঞ্চারের জন্য বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।
বহিষ্কৃতরাও মাঠে, প্রস্তুত কুমিল্লা
বিএনপির ধারাবাহিক গণসমাবেশের পরবর্তী সমাবেশ ২৬ নভেম্বর শনিবার কুমিল্লার টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রস্তুতি চলছে। মাঠের এক পাশে ২৪ নভেম্বর পর্যন্ত বইমেলা থাকায় মঞ্চ তৈরির কাজ শুরু হয়নি। সারা শহর ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। সমাবেশ সফল করতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মাঠে আছেন বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ৩০ হাজার কর্মী-সমর্থক নিয়ে সমাবেশে সাক্কু যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
[রিপোর্টটি তৈরিতে শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নাটোর প্রতিনিধি তথ্য দিয়ে সহায়তা করেছেন]
আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিরোধী বিএনপি কোথায় সমাবেশ করবে, বিষয়টি চূড়ান্ত হয়নি। বিএনপি চায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে। দলীয় সূত্রগুলো জানিয়েছে, পুলিশের তরফে অনুরোধ করা হয়েছে টঙ্গীর ইজতেমা মাঠে সমাবেশ করতে।
১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনেই শান্তিপূর্ণভাবে করা হবে বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার একই স্থানে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়ার নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
ফখরুল বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর নাকি সমাবেশ করতে দেওয়া হবে না। দেশটা কি কারও বাপের রাজত্ব নাকি? ১০ তারিখে এখানেই (নয়াপল্টনে) সমাবেশ হবে। এখনো তো আসল ঘোষণা দিইনি। আসল ঘোষণা আসবে ১০ তারিখে। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন।’
সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত দলটির মহাসচিব বলেছেন, এমনি এমনি কেউ সরে না, সরাতে হবে। সরকার বিএনপির সাতজনকে হত্যা করেছে। আন্দোলনে ফেটে পড়তে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জেগে উঠতে হবে।
হামলা মামলা গ্রেপ্তারের অভিযোগ
দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, ১০ ডিসেম্বর ঢাকায়, ২৬ নভেম্বর কুমিল্লায় এবং ৩ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠেয় দলের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে সারা দেশে নেতা-কর্মীদের ওপর হামলা হচ্ছে। হামলা চালিয়ে দলের নেতা-কর্মীদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে অনেককে।
ময়মনসিংহের ফুলপুরে নেতা-কর্মীদের ওপর গতকাল হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি হামলার ঘটনা শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করেনি।
শেরপুরের রঘুনাথবাজারে গতকাল বিক্ষোভ মিছিলের সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করেছে। জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল বলেন, শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ মিছিলটি থামিয়ে দেয়। লাঠিপেটা শুরু করে এবং টিয়ার গ্যাস ছোড়ে এবং ধাওয়া ও গুলি শুরু করে। এতে বিএনপির প্রায় এক শ নেতা-কর্মী আহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, বিএনপি নাশকতামূলক কিছু করতে পারে, এমন গোয়েন্দা তথ্য ছিল। এ ঘটনায় ইতিমধ্যে ১৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, মঙ্গলবার তাঁর অফিসে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির দুই কর্মীকে আটক করেছে। পরে বলা হয়, একটা ব্যাগে ককটেল ছিল, যা মোটেও সত্য নয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, তল্লাশির সময় পুলিশ ওবায়েদ পাঠানের অফিসের রান্নাঘর থেকে আটটি ককটেল উদ্ধার করেছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সোমবার দুপুরে নাশকতার অভিযোগে বিএনপির ৩৪ জন নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছেন পুলিশের উপপরিদর্শক শাহাদাত হোসেন। আদালত চত্বরে টায়ারে আগুন দেওয়া এবং চারটি ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, আসামিদের ধরতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতিসভা শেষে সোমবার সন্ধ্যায় ফেরার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাঁদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশ বানচাল করতে গ্রেপ্তার করছে পুলিশ।
নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে অজ্ঞাতনামা লোকেরা পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ ওহাব মণ্ডল নামের বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে আরও আটটি ককটেল ও বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় মঙ্গলবার ৩০ জনের নামসহ অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, নাশকতা সৃষ্টির মাধ্যমে জনমনে ভীতি সঞ্চারের জন্য বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।
বহিষ্কৃতরাও মাঠে, প্রস্তুত কুমিল্লা
বিএনপির ধারাবাহিক গণসমাবেশের পরবর্তী সমাবেশ ২৬ নভেম্বর শনিবার কুমিল্লার টাউন হল মাঠে অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রস্তুতি চলছে। মাঠের এক পাশে ২৪ নভেম্বর পর্যন্ত বইমেলা থাকায় মঞ্চ তৈরির কাজ শুরু হয়নি। সারা শহর ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। সমাবেশ সফল করতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মাঠে আছেন বিএনপি থেকে বহিষ্কৃত কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ৩০ হাজার কর্মী-সমর্থক নিয়ে সমাবেশে সাক্কু যোগ দেবেন বলে জানা গেছে। এদিকে গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার।
[রিপোর্টটি তৈরিতে শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও নাটোর প্রতিনিধি তথ্য দিয়ে সহায়তা করেছেন]
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৩ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৩ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫