Ajker Patrika

জয়ের উল্লাসে জনতার ঢল

যশোর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫২
জয়ের উল্লাসে জনতার ঢল

আজ ঐতিহাসিক যশোর মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর যশোর জেলা পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছিল। মিত্রবাহিনীর অব্যাহত চাপের মুখে এদিন দুপুরের পরপরই যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যেতে থাকে হানাদার বাহিনী। শত্রুমুক্ত হয় যশোর জেলা। উত্তোলন হয় স্বাধীন বাংলার রক্ত সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা।

এ খবর ছড়িয়ে পড়লে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা-জনতার ঢল নামে শহরে। জয় বাংলা স্লোগানে ফেটে পড়েন গোটা জেলার মুক্তি পাগল মানুষ।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে দিবসটিকে স্মরণীয় করে রাখতে যশোর জেলা প্রশাসনসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে।

মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশ লিবারেশন ফোর্স-মুজিব বাহিনীর (বিএলএফ) বৃহত্তর যশোর জেলার (যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল) উপ-অধিনায়ক রবিউল আলম বলেন, ‘একাত্তরের ৩,৪ ও ৫ ডিসেম্বর যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মিত্রবাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয়। এ সময় যশোর সেনানিবাসসহ পাকিস্তানি আর্মিদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা ও গোলা নিক্ষেপ করা হয়। স্থলপথেও চলে সাঁড়াশি অভিযান। এতে পর্যুদস্ত পাকিস্তানি বাহিনী ৫ ডিসেম্বর থেকে পিছু হটতে শুরু করে। যশোর সেনানিবাস ছেড়ে বিভিন্ন পথে তারা খুলনার গিলাতলা সেনানিবাসের দিকে পালিয়ে যেতে থাকে।’

মুক্তিযুদ্ধকালীন উপ-অধিনায়ক রবিউল আলম আরও বলেন, ‘৬ ডিসেম্বর বিকেলের আগে যশোর সেনানিবাস খালি করে পালিয়ে যায় পাকিস্তানিরা। বিকেলে মিত্র বাহিনীর কমান্ডার জেনারেল বারাতের নেতৃত্বে মিত্র ও মুক্তিবাহিনী সেনানিবাসে প্রবেশ করে তা দখল নেয়। এ খবর ছড়িয়ে পড়লে মুক্তির আনন্দে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধা-জনতার ঢল নামে শহরে। জয় বাংলা স্লোগানে ফেটে পড়েন গোটা জেলার মুক্তি পাগল মানুষ।’

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘পুরো মাসজুড়েই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত