Ajker Patrika

প্রার্থীদের সংস্কার করতে বললেন নির্বাচন কর্মকর্তা

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ১২
প্রার্থীদের সংস্কার  করতে বললেন  নির্বাচন কর্মকর্তা

মনিরামপুরের কাশেমনগর ইউনিয়নের ইত্যা ঋষিপল্লির ইত্যা ব্যাপ্টিস্ট চার্চ স্কুলটি পরিত্যক্ত রয়েছে ১৫ বছর ধরে। চারপাশে টিনের বেড়া আর ওপরে চাল ছাড়া স্কুলটির কক্ষে বেঞ্চ, চেয়ার, টেবিল কিছুই নেই। নেই ভেতরে বেড়া, এমনকি দরজাও। জরাজীর্ণ পরিত্যক্ত এই বিদ্যালয়টি এবার ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কাশিমনগর ইউনিয়নের ইত্যা ১ নম্বর ওয়ার্ডের ১ হাজার ৩৫৮ জন ভোটার আগামীকাল রোববার এ কেন্দ্রে ভোট দেবেন। এ ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য প্রার্থী রয়েছেন চারজন।

সরেজমিন দেখা গেছে, পরিত্যক্ত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের ভেতরে ফাঁকা। কোনো বেঞ্চ, চেয়ার-টেবিল নেই। ভোটের রাতে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং, পোলিং কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যদের ভোটের সরঞ্জামসহ থাকার পরিবেশ নেই।

ইত্যা ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী বিল্লাল হোসেন বলেন, ‘দুই দিন আগে নির্বাচন অফিসার এসে কেন্দ্র দেখে গেছেন। আমাদের চারজন মেম্বর প্রার্থীকে কেন্দ্র ঠিক করে নিতে বলে গেছেন।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘ভোটকেন্দ্রটি ইউপি সদস্য প্রার্থীদের কেন্দ্র উপযোগী করতে বলেছি। খরচ আমরা বহন করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত