Ajker Patrika

দুই ফরাসি তারকার আলো ঝলমলে রাত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১১: ০৩
দুই ফরাসি তারকার আলো ঝলমলে রাত

ভিন্ন দুই লিগে গত রোববার রাতে আলো ছড়িয়েছেন দুই ফরাসি তারকা। লা লিগায় ছন্দ ধরে রেখে ফের রিয়াল মাদ্রিদকে পথ দেখিয়েছেন করিম বেনজেমা। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর বিপক্ষে রিয়ালের জয় ২-০ গোলে। আর ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-০ গোলে জিতিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

লা লিগার শিরোপার লড়াইটা ক্রমেই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে রিয়াল। ডার্বি জিতে এখন মাঝ মৌসুমেই শিরোপার সুবাস পেতে শুরু করেছে ‘লস ব্লাঙ্কোস’রা। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। বেনজেমার রাতে এই ম্যাচে আলো ছড়িয়েছেন আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র। ১৭ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৪২। দুইয়ে থাকা সেভিয়ার (৩৪) চেয়ে রিয়াল এগিয়ে আছে ৮ পয়েন্টে। তিনে থাকা বেতিসের পয়েন্ট ৩৩। আর চারে থাকা আতলেতিকোর পয়েন্ট এখন ২৯। কদিন আগে ইউরোপা লিগে নেমে যাওয়া আরেক স্প্যানিশ ‘জায়ান্ট’ বার্সেলোনার অবস্থান আটে।

টানা জয়ে এখনই শিরোপা নিয়ে আত্মবিশ্বাসী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমার দলে দারুণ সব খেলোয়াড় আছে। রক্ষণে আমরা যা করছি তাতে আমি আনন্দিত। এই মুহূর্তে আপনারা চাইলে আমাদের ফেবারিট বলতে পারেন। তবে আমরা শুধুই পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি।’

রিয়ালের জয়ের রাতে প্যারিসে মোনাকোকে হারের স্বাদ দিয়েছে পিএসজি। চোটে পড়ে ছিটকে যাওয়া নেইমারের অনুপস্থিতি বুঝতেই দিচ্ছেন না দুই পিএসজি তারকা লিওনেল মেসি ও এমবাপ্পে। ঘরের মাঠে ১২ মিনিটে পেনাল্টি গোলে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। পরে মেসির অ্যাসিস্ট থেকে ৪৫ মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এই দুই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।

রিয়ালের মতো পিএসজিও মাঝ মৌসুমে শিরোপার সুবাস পাচ্ছে। ১৮ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৫, এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৩২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত