ভিন্ন দুই লিগে গত রোববার রাতে আলো ছড়িয়েছেন দুই ফরাসি তারকা। লা লিগায় ছন্দ ধরে রেখে ফের রিয়াল মাদ্রিদকে পথ দেখিয়েছেন করিম বেনজেমা। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর বিপক্ষে রিয়ালের জয় ২-০ গোলে। আর ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-০ গোলে জিতিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
লা লিগার শিরোপার লড়াইটা ক্রমেই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে রিয়াল। ডার্বি জিতে এখন মাঝ মৌসুমেই শিরোপার সুবাস পেতে শুরু করেছে ‘লস ব্লাঙ্কোস’রা। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। বেনজেমার রাতে এই ম্যাচে আলো ছড়িয়েছেন আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র। ১৭ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৪২। দুইয়ে থাকা সেভিয়ার (৩৪) চেয়ে রিয়াল এগিয়ে আছে ৮ পয়েন্টে। তিনে থাকা বেতিসের পয়েন্ট ৩৩। আর চারে থাকা আতলেতিকোর পয়েন্ট এখন ২৯। কদিন আগে ইউরোপা লিগে নেমে যাওয়া আরেক স্প্যানিশ ‘জায়ান্ট’ বার্সেলোনার অবস্থান আটে।
টানা জয়ে এখনই শিরোপা নিয়ে আত্মবিশ্বাসী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমার দলে দারুণ সব খেলোয়াড় আছে। রক্ষণে আমরা যা করছি তাতে আমি আনন্দিত। এই মুহূর্তে আপনারা চাইলে আমাদের ফেবারিট বলতে পারেন। তবে আমরা শুধুই পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি।’
রিয়ালের জয়ের রাতে প্যারিসে মোনাকোকে হারের স্বাদ দিয়েছে পিএসজি। চোটে পড়ে ছিটকে যাওয়া নেইমারের অনুপস্থিতি বুঝতেই দিচ্ছেন না দুই পিএসজি তারকা লিওনেল মেসি ও এমবাপ্পে। ঘরের মাঠে ১২ মিনিটে পেনাল্টি গোলে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। পরে মেসির অ্যাসিস্ট থেকে ৪৫ মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এই দুই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।
রিয়ালের মতো পিএসজিও মাঝ মৌসুমে শিরোপার সুবাস পাচ্ছে। ১৮ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৫, এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৩২।
ভিন্ন দুই লিগে গত রোববার রাতে আলো ছড়িয়েছেন দুই ফরাসি তারকা। লা লিগায় ছন্দ ধরে রেখে ফের রিয়াল মাদ্রিদকে পথ দেখিয়েছেন করিম বেনজেমা। মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর বিপক্ষে রিয়ালের জয় ২-০ গোলে। আর ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে জোড়া গোলে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-০ গোলে জিতিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
লা লিগার শিরোপার লড়াইটা ক্রমেই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাচ্ছে রিয়াল। ডার্বি জিতে এখন মাঝ মৌসুমেই শিরোপার সুবাস পেতে শুরু করেছে ‘লস ব্লাঙ্কোস’রা। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৬ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। দ্বিতীয়ার্ধে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। বেনজেমার রাতে এই ম্যাচে আলো ছড়িয়েছেন আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র। ১৭ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৪২। দুইয়ে থাকা সেভিয়ার (৩৪) চেয়ে রিয়াল এগিয়ে আছে ৮ পয়েন্টে। তিনে থাকা বেতিসের পয়েন্ট ৩৩। আর চারে থাকা আতলেতিকোর পয়েন্ট এখন ২৯। কদিন আগে ইউরোপা লিগে নেমে যাওয়া আরেক স্প্যানিশ ‘জায়ান্ট’ বার্সেলোনার অবস্থান আটে।
টানা জয়ে এখনই শিরোপা নিয়ে আত্মবিশ্বাসী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। বলেছেন, ‘আমার দলে দারুণ সব খেলোয়াড় আছে। রক্ষণে আমরা যা করছি তাতে আমি আনন্দিত। এই মুহূর্তে আপনারা চাইলে আমাদের ফেবারিট বলতে পারেন। তবে আমরা শুধুই পরের ম্যাচে মনোযোগ দিচ্ছি।’
রিয়ালের জয়ের রাতে প্যারিসে মোনাকোকে হারের স্বাদ দিয়েছে পিএসজি। চোটে পড়ে ছিটকে যাওয়া নেইমারের অনুপস্থিতি বুঝতেই দিচ্ছেন না দুই পিএসজি তারকা লিওনেল মেসি ও এমবাপ্পে। ঘরের মাঠে ১২ মিনিটে পেনাল্টি গোলে পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। পরে মেসির অ্যাসিস্ট থেকে ৪৫ মিনিটে আবারও লক্ষ্যভেদ করেন এই ফরাসি তারকা। এই দুই গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।
রিয়ালের মতো পিএসজিও মাঝ মৌসুমে শিরোপার সুবাস পাচ্ছে। ১৮ ম্যাচে পিএসজির পয়েন্ট ৪৫, এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৩২।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪