Ajker Patrika

কারা পাচ্ছেন নৌকার টিকিট

রুমা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১১: ৩৮
কারা পাচ্ছেন নৌকার টিকিট

বান্দরবানের রুমা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৯ জন। তবে যাচাই-বাছাই শেষে ৯ জনের নাম পাঠানো হয়েছে কেন্দ্রে। শিগগির জানা যাবে, কে কে পাচ্ছেন নৌকার টিকিট।

চারটি ইউপিতে এবার নতুন মুখ ও নতুন প্রজন্ম থেকে নৌকা প্রতীকের প্রার্থী মনোনয়ন পেতে যাচ্ছেন বলে আভাস দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা।

সম্প্রতি নির্বাচন কমিশন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে তফসিল ঘোষণা করে। আগামী ২৮ নভেম্বর রুমার চারটি ইউপিতে ভোট হবে। চারটিতে নৌকা পেতে চান ১৯ জন।

পাইন্দু ইউপিতে নৌকার মনোনয়নপ্রত্যাশী পাঁচজন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান উহ্লামং মারমা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লালসাংতন বম, সাংগঠনিক সম্পাদক লালসাপ ত্লং বম, উপদেষ্টা মিমং মারমা ও পাইন্দু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইলুকথাং বম।

রুমা সদর ইউপিতে আছেন চারজন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহসভাপতি শৈমং মারমা, সহসভাপতি সাংপুই বম, যুগ্ম সম্পাদক ও ৩৫৩ নম্বর কোলাদি মৌজার হেডম্যান শৈচিংথুই মারমা এবং যুবলীগের যুগ্ম সম্পাদক জর্জ লালটানজুয়াল বম।

রেমাক্রীপ্রাংসা ইউপিতে মনোনয়নপ্রত্যাশী ছয়জন। তাঁরা হলেন বর্তমান চেয়ারম্যান জিরা বম, রেমাক্রীপ্রাংসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমেশ ত্রিপুরা, যুবলীগের নেতা রেংনং ম্রো, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বরেন ত্রিপুরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইটেন ত্রিপুরা ও থিংদলতে পাড়ার বাসিন্দা বয়লিয়ানথাং বম লাতোয়ার।

গালেঙ্গা ইউপিতে দলীয় মনোনয়ন চান বর্তমান চেয়ারম্যান শৈউসাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেনরত ম্রো, আওয়ামী লীগের উপদেষ্টা ও গালেঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান অংলাই ম্রো ও গালেঙ্গা আওয়ামী লীগের সহসভাপতি যুগেজ ত্রিপুরা।

আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের তালিকা জেলা আওয়ামী লীগের কাছে পাঠায় উপজেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা সব মনোনয়নপ্রত্যাশীকে বান্দরবানে ডেকে সাক্ষাৎকার নেন।

আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম বলেছেন, তুলনামূলক গ্রহণযোগ্যতা বিবেচনায় চারটি ইউপি থেকে গত মঙ্গলবার ৯ জনের নাম ঢাকায় পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন নেতা জানিয়েছেন, ঢাকায় যাঁদের নাম পাঠানো হয়েছে, তাঁরা হলেন পাইন্দু ইউপিতে নতুন মুখ আওয়ামী লীগের উপদেষ্টা মিমং মারমা ও সাংগঠনিক সম্পাদক লালসাপত্রং বম। রুমা সদর ইউপিতে দুবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান শৈমং মারমা ও যুবলীগের যুগ্ম সম্পাদক জর্জ লালটানজুয়াল বম এম এ ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শৈচিংথুই মারমা। রেমাক্রীপ্রাংসা ইউপিতে বর্তমান চেয়ারম্যান জিরা বম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমেশ ত্রিপুরা। গালেঙ্গা ইউপিতে বর্তমান চেয়ারম্যান শৈউসাই মারমা ও গালেঙ্গা মৌজার হেডম্যান মেনরত ম্রো।

সাধারণ সম্পাদক থাংখাম লিয়ান বম। তিনি বলেন, আশা করা যায়, দলীয় প্রার্থীদের নাম ২৫ অক্টোবরের মধ্যেই জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত