Ajker Patrika

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী দেড় যুগ পর গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৩: ১৬
স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী দেড় যুগ পর গ্রেপ্তার

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সিরাজুল ইসলাম (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন প্রায় দেড় যুগের বেশি সময়। গত বুধবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকা থেকে র‍্যাবের সদস্যরা সিরাজুলকে গ্রেপ্তার করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৪-এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হাসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার সিরাজুল ইসলামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বারাহির চর গ্রামে।

জানা গেছে, সিরাজুল জামিনে বের হয়ে নিজেকে আড়াল করতে রাজ নাম ধারণ করে নারায়ণগঞ্জের সদর উপজেলার চর সৈয়দপুর গ্রামকে বর্তমান ঠিকানা হিসেবে ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। তবে তাঁর স্থায়ী ঠিকানা হিসেবে মানিকগঞ্জ সদরের বারাহির চরের নাম ব্যবহার করেন। হত্যাকাণ্ডের পর থেকে প্রায় দেড় যুগের বেশি সময় ধরে তিনি পলাতক ছিলেন।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ২০০২ সালের জুলাই মাসে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা গ্রামের আবদুল জলিলের মেয়ে জুলেখা বেগমকে বিয়ে করেন সিরাজুল। যৌতুক হিসেবে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং আসবাব দেওয়া হয়। কিন্তু আরও যৌতুকের দাবিতে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন সিরাজুল। এ নিয়ে সালিস বৈঠক হলে সিরাজুল আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। ২০০৩ সালের ৬ ডিসেম্বর পূর্বপরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির অদূরে কালীগঙ্গা নদীর পাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যান সিরাজুল। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর দিন পুলিশ জুলেখার লাশ উদ্ধার করে। পরে জুলেখার পিতা বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পুলিশ প্রধান আসামি সিরাজুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের তিন মাস পর জামিনে মুক্ত হন সিরাজুল। পরে আত্মগোপন করেন। ২০০৫ সালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মো. মোতাহার হোসেন সিরাজুলকে মৃত্যুদণ্ড দেন।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার সিরাজুল ইসলামকে সিঙ্গাইর থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত