Ajker Patrika

‘বীর নিবাস’ পাচ্ছেন ৯ বীর মুক্তিযোদ্ধা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৩: ১৩
‘বীর নিবাস’ পাচ্ছেন ৯ বীর মুক্তিযোদ্ধা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৯ জন বীর মুক্তিযোদ্ধা অসচ্ছল পরিবার ‘বীর নিবাস’ পাচ্ছে। মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা দূরীকরণের জন্য সরকারিভাবে এ বাড়ি তৈরি করা হবে। প্রতিটি নিবাসের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৭ টাকা।

মেসার্স শাপলা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে আবাসন নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ উপলক্ষে মন্ত্রণালয়ে নাসিরনগরের ৯ বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা পাঠানো হয়।

৯ বীর মুক্তিযোদ্ধারা হলেন এ কে এম সামসুল হক, সৈয়দ সাহাব উদ্দিন আহমেদ, মো. আব্দুল মোনায়েম, দিনেশ চন্দ্র দাস, আবু শ্যামা, হাফিজুর রহমান, শম্ভু চাঁদ চক্রবর্তী, বাচ্চু মিয়া ও শহিদ মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন বলেন, এ ব্যাপারে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। শিগগিরই বীর নিবাস তৈরির কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত