Ajker Patrika

রাস্তা সংস্কারকাজ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪০
রাস্তা সংস্কারকাজ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের রাস্তা সংস্কারকাজ নিয়ে এলাকাবাসী ও ঠিকাদার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেন। গত শুক্রবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করেন ঠিকাদারেরা।

এলজিইডি সূত্রে জানা গেছে, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া খেয়াঘাট থেকে গলাচিপা স্লুইচ পর্যন্ত ৪ কিলোমিটার ৩১৭ মিটার রাস্তার সংস্কারকাজে অক্টোবরে দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে কাজ শুরু হয়। যার ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২২ লাখ টাকা। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ সমাপ্ত করার কথা রয়েছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে এলাকাবাসী বলেন, রাস্তাটি সংস্কার ও পিচ ঢালাইয়ের জন্য মো. এনায়েতুর রহমানকে ঠিকাদার নিযুক্ত করা হয়। পরে মূল ঠিকাদার এনায়েতুর রহমানের কাছ থেকে স্থানীয় আব্দুস সোবাহান হাওলাদার ও গোলাম রব্বানী কাজটি কিনে নেন এবং জানুয়ারি মাসের শেষের দিকে রাস্তার সংস্কারকাজ শুরু করেন। নিয়ম অনুযায়ী আগের রাস্তার পুরোনো ইট-খোয়া সরিয়ে ভালো করে রোলার দিয়ে লেভেল করবে। এরপর বালু দিয়ে খোয়া ফেলে আবার রোলার দেবে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার এর কিছুই করেননি। আগের রাস্তার ওপরই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করে যাচ্ছেন। এর প্রতিবাদ করায় সংশ্লিষ্ট ঠিকাদার স্থানীয় লোকজনের নামে চাঁদাবাজির মামলা দেওয়ার হুমকি ও ভয়ভীতি দেখান।

গতকাল সংবাদ সম্মেলনে ঠিকাদার আব্দুস সোবাহান হাওলাদার ও গোলাম রব্বানী বলেন, রাস্তার সংস্কারকাজ শুরু করলে স্থানীয় সোহরাব হাওলাদারের ছেলে মো. সাইদুল ইসলাম রনি ও তাঁর লোকজন কাজে বাধা দেন। লেবারদের মারধর করে তাঁদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেন। এই রনি একজন মাদক কারবারি ও মাদকসেবী। বিষয়টি সদর থানাকে জানানো হয়েছে। ২০১৩ সালে ৩৩২ বোতল ফেনসিডিলসহ রনি গ্রেপ্তার হন। ওই মামলায় রনির ৬ বছর কারাদণ্ড হয়। ওই মাদক মামলায় সাক্ষী ছিল ঠিকাদার গোলাম রব্বানী। এ কারণেই হয়রানি করার জন্যই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলছে।

মো. সাইদুল ইসলাম রনি বলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ফাঁসিয়েছেন গোলাম রব্বানী। কিন্তু এ ঘটনার সঙ্গে রাস্তা সংস্কারকাজের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি এক নয়। রাস্তা সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় স্থানীয় লোকজন প্রতিবাদ করছেন। বরং এ অনিয়ম ও দুর্নীতির হাত থেকে রেহাই পেতে এখন পুরোনো বিষয় টেনে আসল ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছেন।’

এ প্রসঙ্গে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ‘শিডিউলের বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। সংশ্লিষ্ট ঠিকাদার শিডিউলের বাইরে কাজ করলে কোনো ছাড় দেওয়া হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত