Ajker Patrika

করোনাকালে নারীদের মানসিক চাপ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১১: ৫৪
করোনাকালে নারীদের মানসিক চাপ বেড়েছে

করোনাকালে পারিবারিক সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে নারীর মানসিক চাপও। ঘরে-বাইরে সব জায়গাতেই নারীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি এবং আইনের কারণেই এমনটা হচ্ছে।

নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, করোনাকালে পারিবারিক সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে। নারীদের মানসিক চাপও বৃদ্ধি পেয়েছে। সংসার ব্যবস্থাপনায় স্ত্রীর সামান্য ত্রুটির অজুহাতে অনেক ক্ষেত্রেই ছোটখাটো পারিবারিক কলহ, নির্যাতন, বিবাহবিচ্ছেদ এবং হত্যার মতো ঘটনা ঘটছে। গৃহবন্দী থাকার কারণে অনেক ক্ষেত্রে স্বজনদের দ্বারাই শিশু, প্রতিবন্ধী নারী যৌন সহিংসতা এবং ধর্ষণের শিকার হচ্ছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভয়ভীতি, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মতো ঘটনা ঘটছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তরুণসমাজকে সম্পৃক্ত করে ব্যাপকভাবে নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর প্রথম ১০ মাসে ৩ হাজার ১২৮ জন নারী ও কন্যাশিশু ধর্ষণ, অপহরণ, শ্লীলতাহানিসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। মহিলা পরিষদের নেতারা জানান, ১৩টি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। তবে নারী নির্যাতনের প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি।

নারী নির্যাতন প্রতিরোধে মহিলা পরিষদের পক্ষ থেকে ১৬ দফা সুপারিশ তুলে ধরা হয়। সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নারীর প্রতি সহিংসতামুক্ত সংস্কৃতিচর্চা করা; মানবাধিকার সম্পর্কে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ গড়ে তোলা; বাল্যবিবাহ, যৌতুকসহ নারীর জন্য ক্ষতিকর প্রথা বন্ধ করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত