Ajker Patrika

বিপিএলে নেই বেক্সিমকো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৩
বিপিএলে নেই বেক্সিমকো

জানুয়ারির শেষ দিকে বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল ছিল আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের দরপত্র আবেদনের শেষ দিন। এদিনই নিশ্চিত হয়েছে বিপিএলের অষ্টম পর্বে থাকছে না বেক্সিমকো লিমিটেডের মালিকানাধীন ঢাকা ডায়নামাইটস।

২০১৭ চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের এবারের বিপিএলে না থাকা নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওবেদ রশীদ নিযাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম। আরও কিছু কর্মসূচি আছে। এই স্বল্প সময়ে আমরা করতে পারছি না। ভবিষ্যতে যখন ভালো করে বিপিএল হবে, তখন আবার আসব। এ বছর এক বছরের চুক্তি হবে। আমরা চাইছি দীর্ঘ মেয়াদে চিন্তাভাবনা করে এগোতে।’

ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হওয়ার পর এ মাসের শেষ দিকে হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত