চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে আঙুলের ছাপ না মেলায় কেন্দ্র থেকে ফিরে গেছেন ভোটাররা। আঙুলের ছাপ মিল না হওয়া ভোটারদের দুপুরের পর আবার আসতে বলেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপির) একটি ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের গোমস্তাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ইভিএমে সমস্যা দেখা যায়। ভোটকেন্দ্রের বাইরে কয়েকজন ভোটারকে হতাশ হয়ে ঘুরে যেতে দেখা গেছে, যাঁদের বেশির ভাগের বয়স পঞ্চাশোর্ধ্ব।
জানা গেছে, পরে একটি কক্ষের মেশিন পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা মেশিনটি কেন্দ্রের নারীকক্ষে ছিল বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।
গোমস্তাপুর ইউপির ফকিরপাড়া গ্রামের মীর রানু মণ্ডল বলেন, ‘আমার চোখের সামনে চার থেকে পাঁচজন ব্যক্তিকে ঘুরিয়ে পাঠানো হয়েছে।’
ভোটকেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, ফিঙ্গার ম্যাচিং না হওয়ার কারণে পরে আসবেন তাঁরা। পরে বেলা ৩টার দিকে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তাঁরা। কারও ভোট বাদ হবে না, সবাই ভোট দিতে পারবেন, ভোটারদের এমন নিশ্চয়তা দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ভোট দিতে এসে ফিরে যাওয়া এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তিনবার আমার সব আঙুলের ছাপ দিয়েও আমার ফিঙ্গার ম্যাচ হয়নি। তাই আমাকে পাঠিয়ে দেওয়া হয় এবং বেলা ৩টার পরে ডাকা হয়েছে। এর আগে সাবান দিয়ে হাত ধুয়েও ফিঙ্গার ম্যাচ হয়নি।’
এই কেন্দ্রে পুরুষদের দুই নম্বর কক্ষের এক নির্বাচনী এজেন্ট রয়েল শেখ বলেন, এ কক্ষে সকাল ৮টা থেকে থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত ৪০টি ভোট পড়েছে। তার মধ্যে তিনজন ব্যক্তির ফিঙ্গার ম্যাচ করেনি। ফিঙ্গার ম্যাচ না করাদের মধ্যে বেশির ভাগেরই বয়স পঞ্চাশের ওপরে।
গোমস্তাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, নারীকক্ষের একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি ছিল। পরে সেটি পাল্টানো হয়েছে। এমনকি এ কেন্দ্রে আরও দুটি মেশিন রিজার্ভ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে আঙুলের ছাপ না মেলায় কেন্দ্র থেকে ফিরে গেছেন ভোটাররা। আঙুলের ছাপ মিল না হওয়া ভোটারদের দুপুরের পর আবার আসতে বলেন ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপির) একটি ভোটকেন্দ্রে এমন ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গোমস্তাপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের গোমস্তাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ইভিএমে সমস্যা দেখা যায়। ভোটকেন্দ্রের বাইরে কয়েকজন ভোটারকে হতাশ হয়ে ঘুরে যেতে দেখা গেছে, যাঁদের বেশির ভাগের বয়স পঞ্চাশোর্ধ্ব।
জানা গেছে, পরে একটি কক্ষের মেশিন পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা মেশিনটি কেন্দ্রের নারীকক্ষে ছিল বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।
গোমস্তাপুর ইউপির ফকিরপাড়া গ্রামের মীর রানু মণ্ডল বলেন, ‘আমার চোখের সামনে চার থেকে পাঁচজন ব্যক্তিকে ঘুরিয়ে পাঠানো হয়েছে।’
ভোটকেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, ফিঙ্গার ম্যাচিং না হওয়ার কারণে পরে আসবেন তাঁরা। পরে বেলা ৩টার দিকে ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তাঁরা। কারও ভোট বাদ হবে না, সবাই ভোট দিতে পারবেন, ভোটারদের এমন নিশ্চয়তা দেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
ভোট দিতে এসে ফিরে যাওয়া এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তিনবার আমার সব আঙুলের ছাপ দিয়েও আমার ফিঙ্গার ম্যাচ হয়নি। তাই আমাকে পাঠিয়ে দেওয়া হয় এবং বেলা ৩টার পরে ডাকা হয়েছে। এর আগে সাবান দিয়ে হাত ধুয়েও ফিঙ্গার ম্যাচ হয়নি।’
এই কেন্দ্রে পুরুষদের দুই নম্বর কক্ষের এক নির্বাচনী এজেন্ট রয়েল শেখ বলেন, এ কক্ষে সকাল ৮টা থেকে থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত ৪০টি ভোট পড়েছে। তার মধ্যে তিনজন ব্যক্তির ফিঙ্গার ম্যাচ করেনি। ফিঙ্গার ম্যাচ না করাদের মধ্যে বেশির ভাগেরই বয়স পঞ্চাশের ওপরে।
গোমস্তাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, নারীকক্ষের একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি ছিল। পরে সেটি পাল্টানো হয়েছে। এমনকি এ কেন্দ্রে আরও দুটি মেশিন রিজার্ভ রয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫