Ajker Patrika

কৈশোরে মাতৃত্ব ২৮%

যশোর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৪: ২০
কৈশোরে মাতৃত্ব ২৮%

যশোরে গত এক বছরে ২০ বছরের নিচে ৫৮ হাজার ১৬৪ জন মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। যাদের গড় বয়স ১৬.৩ বছর। আর কৈশোরকালীন মাতৃত্বের হার শতকরা ২৮ ভাগ। আর প্রতি হাজারে ২.২১ জন নারীর প্রসবকালীন মৃত্যু হচ্ছে। যা বাল্যবিবাহের কারণেই বেশি ঘটছে।

গত বুধবার পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক শবনম মমতাজ রোজী। সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের নিজস্ব কার্যালয়ে প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কর্মকর্তারা।

উপপরিচালক শবনম মমতাজ রোজী বলেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইনানুযায়ী দেশে ১৮ বছরের নিচের মেয়েদের বিয়ের অনুমতি নেই। তারপরও বাল্যবিবাহ হচ্ছে। যা নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করছে। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, যশোরে প্রতি হাজারে ২.২১ জন নারীর প্রসবকালীন মৃত্যু হচ্ছে। আর মৃত্যু হচ্ছে ৩৩টি শিশুর। যা বাল্য বিয়ের কারণেই বেশি ঘটছে। এ অবস্থা থেকে উত্তরণে বাল্যবিবাহ রোধের কোনো বিকল্প নেই।’

যশোর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিসংখ্যান সহকারী তপন কুমার দাস বলেন, ‘জেলায় গত এক বছরে ২০ থেকে ২৯ বছর বয়সী ১ লাখ ৮২ হাজার ২১৫ জন এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সী ১ লাখ ৭৩ হাজার ২৫৬ জন মেয়ের বিয়ে হয়েছে। চলতি বছরের হিসাব অনুযায়ী জেলায় অক্টোবর মাস পর্যন্ত ৬ লাখ ১৯ হাজার ৭৪৪ সন্তান উৎপাদনক্ষম সক্ষম দম্পতি রয়েছে। যাদের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৫১৮ দম্পতি বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত