Ajker Patrika

তিস্তায় দিল্লির আগ্রহের মধ্যেই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
তিস্তায় দিল্লির আগ্রহের মধ্যেই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তা নদীর বাংলাদেশ অংশে একটি প্রকল্পে অর্থায়নে আগ্রহের কথা বলেছে ভারত। এর আগে একই প্রকল্পে অংশ নেওয়ার কথা জানায় দেশটির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীন। এই অবস্থায় ভারত থেকে ঘুরে আসার দুই সপ্তাহ পার হতে না-হতেই চীন সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

চার দিনের সফরে আগামী ৮ জুলাই শেখ হাসিনার বেইজিং যাওয়ার কথা রয়েছে। এর আগে নয়াদিল্লিতে সরকারি সফর শেষে তিনি দেশে ফিরেছেন ২২ জুন। ওই দিনই ঢাকায় পৌঁছান চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ঊর্ধ্বতন নেতা লিউ জিয়ানচাও। 

মন্ত্রী পদমর্যাদার এই নেতা গতকাল সোমবার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর ফলপ্রসূ হবে বলে চীন আশা করছে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। 

তিস্তা নদীর বাংলাদেশ অংশের সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনা নিয়ে কাজ করা ও অর্থায়নে চীন আগ্রহ প্রকাশ করে গত বছর। প্রধানমন্ত্রীর এবারের নয়াদিল্লি সফরে একই প্রকল্প বাস্তবায়নের আগ্রহের কথা জানায় ভারত। 

বাংলাদেশকে নিয়ে চীনের অনেক প্রত্যাশা রয়েছে, এমনটা জানিয়ে লিউ সাংবাদিকদের বলেন, দুই দেশের সরকার ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার জন্য একটি সাধারণ পরিকল্পনা তৈরি করবে।

অবকাঠামো, কৃষি, বিনিয়োগ, উৎপাদন, বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে, এমন আগ্রহের কথা জানান তিনি। 

লিউ বলেন, চীনের বিআরআই (বেল্ট অ্যান্ড রোড) কাঠামোর মধ্যে এসব করা হবে। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে কিছু আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান চীনের মন্ত্রী। 

দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া তৈরির ওপরও গুরুত্ব দেন চীনের এই নেতা। প্রধানমন্ত্রী হাসিনার সফরে কী কী চুক্তি সই হতে পারে—এমন প্রশ্নে তিনি বলেন, অনেক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে চুক্তি হতে যাচ্ছে। 

মিয়ানমারে ১৩ লাখ রোহিঙ্গার ফেরার বিষয়ে বাংলাদেশসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে চীনের যোগাযোগ ও ভূমিকা অব্যাহত থাকবে বলে চীনের নেতা জানান।

আগামী ৮ থেকে ১১ জুলাই প্রধানমন্ত্রীর বেইজিং সফরের সম্ভাবনার কথা উল্লেখ করে হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, সফরটির আগে চীনের ক্ষমতাসীন দলের এ নেতার ঢাকা সফর তাৎপর্যপূর্ণ। 

হাছান মাহমুদ জানান, চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা নিয়ে আলাপ করেছেন তিনি। চীন থেকে বর্তমানে বছরে আমদানি হয় ১৩ বিলিয়ন ডলারের পণ্য। অন্যদিকে, বাংলাদেশ পাঠায় মাত্র ১ বিলিয়ন ডলারের পণ্য। 

বাংলাদেশ থেকে চীনকে ওষুধ, সিরামিক ও চামড়াজাত পণ্য নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, জানান পররাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে সহায়তা কামনা
বার্তা সংস্থা বাসস জানায়, চীনের মন্ত্রী গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় শেখ হাসিনা রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে চীনের সহায়তা চেয়েছেন। 

শেখ হাসিনা বলেন, সমাধানের অনিশ্চয়তার কারণে বাংলাদেশ এখন রোহিঙ্গা সংকট নিয়ে খুবই চিন্তিত। কারণ, এরই মধ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে আসার ছয় বছর পার হয়ে গেছে।

এ সময় চীনা মন্ত্রী বলেন, চীন প্রতিশ্রুতিবদ্ধ এবং রোহিঙ্গা ইস্যুতে কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায়, তা খুঁজে বের করতে মিয়ানমারের সঙ্গে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

পাকিস্তানের ভয়ে যুদ্ধের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে চায় না ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত