Ajker Patrika

সাভার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১০: ২৪
সাভার

উজানের পানি তুরাগ নদ হয়ে ঢুকে পড়েছে ঢাকার সাভারের বিভিন্ন নিম্নাঞ্চলে। এ পানি উপজেলার প্রায় ২৫০ হেক্টর জমির ধানখেতে ঢুকেছে। আর মাত্র ১৫-২০ দিন পর চলতি মৌসুমের ধান কাটার সময় থাকলেও হঠাৎ এ পানি আসায় কেটে ফেলতে হচ্ছে আধা পাকা ধান।

গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে পানি বৃদ্ধির চিত্র চোখে পড়ে। অনেকেই আধা পাকা ধান কেটে ফেলছেন, কেউ আবার পানি নেমে যাওয়ার অপেক্ষায় আছেন।

উপজেলার বাইপাইলের নতুনপাড়া এলাকার আজিজুর রহমান বলেন, ‘আমি সাড়ে তিন বিঘা জমিতে ব্রি-২৮ ধান চাষ করেছিলাম। ধান কাটার কথা ঈদের পরে, মানে আরও ১৫-২০ দিন পর। ধান মাত্র হলুদ হওয়া শুরু করেছে। আর কয়টা দিন সময় পেলেই পুরোপুরি পেকে যেত। এখন যেভাবে পানি এসেছে, তাতে দু-এক দিনের মধ্যেই ধান কাটতে হবে। না হলে আরও ক্ষতি হয়ে যাবে।’

আজিজুর আরও বলেন, ‘আমার ধানের অর্ধেক ফলনও হবে না। এই অবস্থায় হয়তো টেনেটুনে ৫০-৬০ মণ ধান পাব। অন্যের জমি বর্গা নিয়ে চাষ করি। এই পরিমাণে ধান পেলে তো খরচই উঠবে না।’

এ ব্যাপারে সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ বলেন, এই পরিস্থিতিতে সাভারের প্রায় ২০০ কৃষক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাঁদের ২০০ থেকে ২৫০ হেক্টর জমির ধান এখন হুমকিতে। গত পাঁচ-ছয় বছরে এই সময়ে পানি বাড়েনি। কিন্তু এই বছর হঠাৎই উজানের ঢল এসেছে। সাভারের আমিনবাজার, কাউন্দিয়া, আশুলিয়া, ধামসোনা ও ইয়ারপুর ইউনিয়নের কিছু অংশে পানি বেড়েছে।

নাজিয়াত আহমেদ আরও বলেন, বোরো মৌসুমে এ অঞ্চলের কৃষকেরা ব্রি-২৮, ২৯, ৭২ সহ বেশকিছু জাতের ধান চাষ করেন কৃষকেরা। তবে গত কয়েক দিনের তুলনায় আজকে পানির পরিমাণ কিছুটা কমেছে। ধান যদি কিছুটা পাকে, তাহলে দ্রুত কেটে ফেলার পরামর্শ দেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের (ঢাকা পওর বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল হক বলেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোতে পানির চাপ বেশি। যার কারণে ওখান থেকে পানি নিচের দিকে নামছে, তবে মেঘনাতেও পানি বেশি আছে। এ কারণে পদ্মা নদীর এদিকে যেই নদীগুলো আছে, সেগুলো থেকে পশ্চিম পাশের নদীগুলোতে পানিনিষ্কাশন হতে সময় বেশি লাগছে। তবে সাভারের তিন নদ-নদী তুরাগ, ধলেশ্বরী, বংশীর পানি স্বাভাবিক রয়েছে। এখনো এগুলোর পানি বন্যা পরিস্থিতির মতো হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত