Ajker Patrika

স্থবির ভ্রাম্যমাণ লাইব্রেরি

মো. মাসুম, টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ)
আপডেট : ১৩ জুন ২০২২, ১০: ২৩
স্থবির ভ্রাম্যমাণ লাইব্রেরি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে অযত্নে পড়ে আছে উপজেলার ১৩টি ইউনিয়নের সব কটি ভ্রাম্যমাণ লাইব্রেরি। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে লাইব্রেরির কার্যক্রম। এতে বইসেবা থেকে বঞ্চিত হচ্ছে পাঠকেরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে দেখা যায়, বালিগাঁও ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় অযত্ন-অবহেলায় পড়ে আছে ভ্রাম্যমাণ লাইব্রেরিটি। ঠিক একই চিত্র ধীপুর ইউনিয়ন পরিষদে। পরিত্যক্ত অবস্থায় ইউনিয়ন পরিষদের বারান্দায় পড়ে আছে ভ্রাম্যমাণ লাইব্রেরির ভ্যানগুলো। অযত্ন-অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে পড়ে থাকা এসব ভ্যান।

জানা যায়, প্রতিটি ইউনিয়নের নিজস্ব অর্থায়নে লাইব্রেরির যাবতীয় খোঁজখবর ও বইয়ের চাহিদা রেজিস্টার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল ইউপি সচিবকে। নজরদারির অভাবে নষ্ট হওয়ার পথে প্রায় লাখ টাকা ব্যয় করা ভ্রাম্যমাণ লাইব্রেরির ভ্যানগুলো।

২০১৫ সালের ১৯ ডিসেম্বর মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে ৬টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে জেলার ৬৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় একটি করে মোট ৬৯টি ভ্রাম্যমাণ লাইব্রেরির যাত্রা শুরু হয়। উদ্বোধনের কয়েক মাস পর আর মাঠে দেখা যায়নি সেই ভ্রাম্যমাণ লাইব্রেরির ভ্যান।

বালিগাঁও বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, ‘জেলা প্রশাসকের উদ্যোগে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু হয়েছিল। এই লাইব্রেরি থেকে এলাকার মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করতে পারত। অবসরপ্রাপ্তরা বই পড়ে তাঁদের সময় কাটাতেন। লাইব্রেরিগুলো পুনরায় চালু করা গেলে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া মানুষগুলোর হাতে বই দেখা যাবে। ’

উপজেলার বালিগাঁও ইউপি সচিব সাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়িগুলো পুনরায় চালু করার ব্যবস্থা করা হবে।

যশলং ইউপি চেয়ারম্যান ইসমাঈল খান বাবু বলেন, ‘আমাদের ইউনিয়ন পরিষদের ভ্রাম্যমাণ লাইব্রেরি কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায়। গ্রাম পুলিশের সংকট এবং অনেকে ভ্যান গাড়ি চালাতে না পারার কারণে লাইব্রেরি-সেবা বন্ধ রয়েছে। লাইব্রেরিটি পুনরায় চালুর ব্যবস্থা করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা বলেন, খোঁজখবর নিয়ে পুনরায় ভ্রাম্যমাণ লাইব্রেরি সচল রাখার ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত