Ajker Patrika

হাত ফাঁকা থাকবে পুলিশের

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৪৫
হাত ফাঁকা থাকবে পুলিশের

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যদের হাতে ভারী অস্ত্র ধরে রাখার দিন ফুরাচ্ছে। অস্ত্র, হ্যান্ডকাফ, ওয়াকিটকিসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম আটকে রাখতে পুলিশের পোশাকে যুক্ত হচ্ছে ট্যাকটিক্যাল বেল্ট। ইতিমধ্যে ৪০০ জন পুলিশ সদস্যকে এই বেল্ট দেওয়া হয়েছে।

উন্নত দেশের পুলিশ বাহিনীর আদলে বাংলাদেশ পুলিশকেও সাজাতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের পর রাজশাহী মহানগর পুলিশেও এল ট্যাকটিক্যাল বেল্ট। পুলিশের দুই হাত ফাঁকা রেখে সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক পুলিশ লাইনসে প্রধান অতিথি হিসেবে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে ট্যাকটিক্যাল বেল্ট পরিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, উপপুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান ও উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাকটিক্যাল বেল্ট পরে ৪০০ পুলিশ সদস্য শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ পুলিশকে উন্নত ও সমৃদ্ধ বাহিনী হিসেবে গড়ে তুলতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে আইজিপি পুলিশ সদস্যদের ক্ষুদ্রাস্ত্র বহনের জন্য ট্যাকটিক্যাল বেল্টের ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ৪০০টি ট্যাকটিক্যাল বেল্ট সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে সব পুলিশ সদস্যের ট্যাকটিক্যাল বেল্ট দেওয়া হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, ট্যাকটিক্যাল বেল্ট ব্যবহারের ফলে পুলিশের দুই হাত ফাঁকা থাকবে। দ্রুত তাঁরা সহযোগিতার হাত বাড়াতে পারবেন। এই বেল্ট ব্যবহারের ফলে উন্নত দেশের পুলিশের মতো বাংলাদেশ পুলিশের গেটআপেও পরিবর্তন আসবে। পুলিশের দক্ষতা বাড়বে এবং জনগণকে আরও সহজে দ্রুততার সঙ্গে সেবা দিতে পারবে।

আরএমপির উপপুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন জানান, নতুন এই বেল্ট ব্যবহারে আরএমপি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছয় চেম্বারের আধুনিক এই ট্যাকটিক্যাল বেল্টে থাকবে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডেবল বাটন, পানির বোতল, টর্চ লাইট ও ওয়াকিটকি। সর্বাধুনিক এই অপারেশনাল গিয়ারে ট্যাকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইদ থাই হোলেস্টার ও হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন যুক্ত করা হয়েছে। এটি ব্যবহার করে পুলিশ সদস্যরা আরও সক্রিয়ভাবে ডিউটি করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত