সম্পাদকীয়
মারাকেশ শহরটা কোথায়, চট করে সবাই বলতে পারবে না। মরক্কোর একটি প্রাচীন শহর মারাকেশ। সেখানকার চলচ্চিত্র উৎসব থেকে ‘মাটির ময়না’র জন্য তারেক মাসুদ পেলেন আমন্ত্রণ। শহরটি ইসলামি স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। একসময় তা ছিল বিজ্ঞানের তীর্থভূমি। মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারেক মাসুদের। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হলেন। এতটা দিলখোলা চলচ্চিত্র উৎসব হচ্ছে মরক্কোর মারাকেশ শহরে!
একটা কৌতূহল ছিল। ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি যেহেতু ইসলাম ও মাদ্রাসাকে ঘিরে আবর্তিত হয়েছে, সেহেতু এখানকার মানুষ এবং বোদ্ধারা ছবিটিকে কীভাবে মূল্যায়ন করেন, সেটা জানার আগ্রহ ছিল তারেক মাসুদের। ইসলামবিরোধী ছবি হিসেবে সে সময় এই ছবি বাংলাদেশে ছিল নিষিদ্ধ। মরক্কোর মুসলমান সমাজ কীভাবে নেবে
‘মাটির ময়না’?
মারাকেশকে মনে হলো কানেরই অন্য এক সংস্করণ। কোটি কোটি ডলারের জৌলুশপূর্ণ আয়োজন। সেই আয়োজনে স্পিলবার্গ, কস্তা গাভরাসের মতো পরিচালকেরা এসেছেন, ক্যাথরিন দানিয়ুবের মতো অভিনেত্রী, আমির খানের মতো অভিনেতারা এসেছেন। বিখ্যাত অভিনেত্রী জাঁ মরো জুরিবোর্ডের চেয়ারম্যান! আরবীয় ও আফ্রিকান রংবাহারি পোশাকে সজ্জিত রমণীরা অতিথিদের বরণ করে নিচ্ছেন।
এ যেন মধ্যযুগে ঢুকে পড়েছেন তাঁরা সবাই! কিংবা হলিউডে মধ্যযুগ নিয়ে নির্মীয়মাণ কোনো সিনেমার সেটে!
সেখানে রাজকীয় নৈশভোজের দিন ঘটল এক দারুণ ঘটনা! বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ যখন এলেন অতিথিদের কাছে, তখন রাজকীয় ব্যান্ড বেজে উঠল। এরপর অবধারিতভাবে রাজকীয় সংগীত বেজে ওঠার কথা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এরপর বেজে উঠল বিটলসের গান! রাজার মধ্যে ছিল কিছুটা হিপ্পি স্বভাব এবং তিনি ছিলেন আন্তর্জাতিকতাবাদী।
উৎসবের শেষ দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যখন বিকেলে হোটেলে ফিরেছেন তারেক আর ক্যাথরিন মাসুদ, তখন পেলেন ফোন। আনুষ্ঠানিক পোশাকে উপস্থিত হতে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই চলচ্চিত্র উৎসবে ‘মাটির ময়না’ পেয়েছিল শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার।
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, পৃষ্ঠা ৩০-৩২
মারাকেশ শহরটা কোথায়, চট করে সবাই বলতে পারবে না। মরক্কোর একটি প্রাচীন শহর মারাকেশ। সেখানকার চলচ্চিত্র উৎসব থেকে ‘মাটির ময়না’র জন্য তারেক মাসুদ পেলেন আমন্ত্রণ। শহরটি ইসলামি স্থাপত্য ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। একসময় তা ছিল বিজ্ঞানের তীর্থভূমি। মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারেক মাসুদের। কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হলেন। এতটা দিলখোলা চলচ্চিত্র উৎসব হচ্ছে মরক্কোর মারাকেশ শহরে!
একটা কৌতূহল ছিল। ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি যেহেতু ইসলাম ও মাদ্রাসাকে ঘিরে আবর্তিত হয়েছে, সেহেতু এখানকার মানুষ এবং বোদ্ধারা ছবিটিকে কীভাবে মূল্যায়ন করেন, সেটা জানার আগ্রহ ছিল তারেক মাসুদের। ইসলামবিরোধী ছবি হিসেবে সে সময় এই ছবি বাংলাদেশে ছিল নিষিদ্ধ। মরক্কোর মুসলমান সমাজ কীভাবে নেবে
‘মাটির ময়না’?
মারাকেশকে মনে হলো কানেরই অন্য এক সংস্করণ। কোটি কোটি ডলারের জৌলুশপূর্ণ আয়োজন। সেই আয়োজনে স্পিলবার্গ, কস্তা গাভরাসের মতো পরিচালকেরা এসেছেন, ক্যাথরিন দানিয়ুবের মতো অভিনেত্রী, আমির খানের মতো অভিনেতারা এসেছেন। বিখ্যাত অভিনেত্রী জাঁ মরো জুরিবোর্ডের চেয়ারম্যান! আরবীয় ও আফ্রিকান রংবাহারি পোশাকে সজ্জিত রমণীরা অতিথিদের বরণ করে নিচ্ছেন।
এ যেন মধ্যযুগে ঢুকে পড়েছেন তাঁরা সবাই! কিংবা হলিউডে মধ্যযুগ নিয়ে নির্মীয়মাণ কোনো সিনেমার সেটে!
সেখানে রাজকীয় নৈশভোজের দিন ঘটল এক দারুণ ঘটনা! বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ যখন এলেন অতিথিদের কাছে, তখন রাজকীয় ব্যান্ড বেজে উঠল। এরপর অবধারিতভাবে রাজকীয় সংগীত বেজে ওঠার কথা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এরপর বেজে উঠল বিটলসের গান! রাজার মধ্যে ছিল কিছুটা হিপ্পি স্বভাব এবং তিনি ছিলেন আন্তর্জাতিকতাবাদী।
উৎসবের শেষ দিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যখন বিকেলে হোটেলে ফিরেছেন তারেক আর ক্যাথরিন মাসুদ, তখন পেলেন ফোন। আনুষ্ঠানিক পোশাকে উপস্থিত হতে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। এই চলচ্চিত্র উৎসবে ‘মাটির ময়না’ পেয়েছিল শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার।
সূত্র: তারেক মাসুদ, চলচ্চিত্রযাত্রা, পৃষ্ঠা ৩০-৩২
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫