Ajker Patrika

সুলতানার স্বপ্ন

সম্পাদকীয়
সুলতানার স্বপ্ন

১৯০৫ সালে পৃথিবীতে যেসব ঘটনা ঘটেছিল, সে রকম বহু ঘটনার মধ্যে দুটোর উল্লেখ করা খুব প্রয়োজন। একটি হলো অসফল রুশ বিপ্লব, অন্যটি বঙ্গভঙ্গ। হ্যাঁ, এই দুটি ঘটনাই নাড়িয়ে দিয়েছিল মানুষকে। অসফল রুশ বিপ্লব বুঝিয়ে দিয়েছিল, আরও সংগ্রাম করা হলে সর্বহারাদের হাতে ক্ষমতা আনা সম্ভব। বঙ্গভঙ্গ এনেছিল বাংলার হিন্দু-মুসলমানের ভাবনার জগতে বিভেদ।

ঠিক এই বছরেই আরেকটি ঘটনা ঘটেছিল। বাংলায় একটা বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখা হয়েছিল। লিখেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বৈজ্ঞানিক কল্পকাহিনি হিসেবে লেখা হলেও গল্পটিতে ছিল এমন একটি স্বপ্ন, যার বাস্তবরূপ পৃথিবীকে শান্তিময়ই করে তুলতে পারে কেবল।

১৯০৫ সালে বেগম রোকেয়া থাকতেন ভাগলপুরের বাঁকা নামের এক সাব ডিভিশনে। স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন যখন ট্যুরে গেছেন, তখন বাড়িতে বসে বেগম রোকেয়া ইংরেজিতে লিখে ফেললেন একটা গল্প। স্বামী ফিরে এসে জিজ্ঞেস করলেন, ‘এই দুদিন কী করে কাটালে?’

বেগম রোকেয়া বললেন, ‘এটা লিখলাম।’ বলে ‘সুলতানাস ড্রিম’ নামে ইংরেজিতে লেখা কাগজগুলো ধরিয়ে দিলেন তাঁর হাতে। সেখানে দাঁড়িয়েই পুরোটা পড়লেন সৈয়দ সাখাওয়াত হোসেন এবং বললেন, ‘এ টেরিবল রিভেঞ্জ!’ ভয়ংকর প্রতিশোধই বটে।

ভাগলপুরের সে সময়কার কমিশনার ম্যাকফারসনকে পড়ার জন্য লেখাটি পাঠিয়ে দিলেন। তিনি পুরোটা পড়লেন। একটাও কলমের দাগ পড়ল না তাতে। লিখলেন, ‘এ লেখায় যে ভাব প্রকাশ পেয়েছে তা দারুণ। ইংরেজি নিখুঁত।’

সুলতানার স্বপ্নে একটি নারী রাজত্বের কথা কল্পনা করা হয়েছিল, যেখানে পুরুষেরা অবরোধবাসী। চারদিকে শুধু শান্তি আর শান্তি। সেই লেখায় উড়বার বায়ুযানের কথা উল্লেখ করেছেন বেগম রোকেয়া। অথচ তিনি তখনো প্লেনের অস্তিত্বের কথা জানতেন না। ১৯১১ সালে কলকাতায় এসেই কেবল হাওয়াই জাহাজ অতি দূর থেকে উড়তে দেখেছিলেন তিনি। 

সূত্র: সেলিনা বাহার জামান সম্পাদিত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ৩০৫-৩০৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত