Ajker Patrika

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বেশি

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, দাম বেশি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকটের অভিযোগ পাওয়া গেছে। কোনো কোনো দোকানে খোলা সয়াবিন তেল পাওয়া গেলেও বিক্রি হচ্ছে বেশি দামে। তাই আসন্ন ঈদুল ফিতরে সয়াবিন তেলের চাহিদা পূরণ নিয়ে দুশ্চিন্তায় ভোক্তারা। এ অবস্থায় বাজারে প্রশাসনের কোনো মনিটরিং চোখে পড়ছে না বলে অভিযোগ ক্রেতাদের।

তবে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, বাজার ব্যবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। এরপরও কেউ যদি সয়াবিন তেল নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে বিক্রি করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম। তা ছাড়া রোজা ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাহিদাও বেশি। ফলে দোকানে প্যাকেটজাত কোনো সয়াবিন তেল নেই। সামান্য কিছু খোলা সয়াবিন তেলের সরবরাহ আছে। তবে তা চাহিদার তুলনায় কম। কেনা মূল্য বেশি হওয়ায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তা ছাড়া সয়াবিন তেল না থাকায় পাম তেলের দামও বেশি। প্রতি কেজি পাম তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা দরে।

ক্রেতা সুমন মিয়া বলেন, রোজা ও আসন্ন ঈদে সকল খাবারে অন্য সময়ের চেয়ে তেল বেশি লাগে। বাজার ঘুরেও সয়াবিন তেল পাইনি। তাই বাধ্য হয়ে ১৯০ টাকা কেজি দরে সয়াবিন তেল কিনেছি। ঈদে সয়াবিন তেল ছাড়া কীভাবে চলবে বুঝতে পারছি না।

অপর এক ক্রেতা বলেন, কয়েকটি দোকান ঘুরে এক দোকানে খোলা সয়াবিন তেল পেলেও কিনতে হয়েছে ২০০ টাকা লিটার দরে। কিন্তু এ অবস্থা যেন দেখার কেউ নেই। বাজারে প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি।  

পূর্বধলা বাজারের বড় মুদি দোকান কর ট্রেডার্স এর স্বত্বাধিকারী রঞ্জিত চন্দ্র কর বলেন, ‘তিনি এসিআই সয়াবিন তেলের পরিবেশক। কিন্তু কোম্পানি বোতলজাত তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। এ ছাড়া অন্য কোনো কোম্পানির প্যাকেটজাত তেলেরও সরবরাহ নেই। ফলে বাধ্য হয়ে পাম তেল বিক্রি করছি। এটারও দাম অন্য সময়ের চেয়ে বেশি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ‘বাজার ব্যবস্থা প্রতিনিয়ত মনিটরিং করা 
হচ্ছে। এরপরও কেউ যদি সয়াবিন তেল নির্ধারিত মূলের চেয়ে বেশি দামে বিক্রি করে তবে ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত