Ajker Patrika

দুই ওয়েব ফিল্ম নিয়ে শুটিংয়ে ফিরলেন মিলন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ৩৬
দুই ওয়েব ফিল্ম নিয়ে শুটিংয়ে ফিরলেন মিলন

অভিনেতা আনিসুর রহমান মিলনকে সর্বশেষ দেখা গেছে গত বছর, ‘বরফ কলের গল্প’ নামের ওয়েব সিরিজে। এবার তিনি শুটিং শুরু করেছেন পারভেজ আমিন পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘পর্দার আড়ালে’-এর। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে শুটিং। এ সিনেমায় একজন নির্মাতার চরিত্রে অভিনয় করছেন মিলন, তাঁর নায়িকা নুসরাত ফারিয়া। ‘পর্দার আড়ালে’ সিনেমায় তাঁদের দুজনকে একসঙ্গে এই প্রথম দেখা যাবে। দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজ শুরু করেছেন মিলন। দুই লটে ১২ দিন শুটিং করবেন তিনি।

মিলন বলেন, ‘এ সিনেমায় আমি একজন পরিচালক, যাঁর আবিষ্কার হলেন নায়িকা ফারিয়া। একসময় সে আমার প্রেমে পড়ে। কিন্তু পরিচালক হিসেবে আমি তাঁকে নিয়ে ভিন্ন এক পরিকল্পনা সাজাই। দুজনের এই ভাবনার বিভেদই উঠে আসবে গল্পে। গল্পটা পুরোপুরি রোমান্টিক।’

এই মাসেই ‘আলপিন’ নামের আরেকটি ওয়েব ফিল্মের শুটিং করবেন মিলন। এটি মনস্তাত্ত্বিক থ্রিলার গল্পের সিনেমা। মিজানুর রহমান বেলালের গল্পে ওয়েব ফিল্মটি পরিচালনা করবেন আল হাজেন। এতে মিলনের সহশিল্পী ববি ও সাঞ্জু জন। মিলন বলেন, ‘আলপিন আমি পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করব। কয়েকটি খুনের রহস্য উন্মোচন নিয়ে গল্প এগোবে।’

সদ্য শেষ হওয়া অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিলন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তিনবার নির্বাচনে জয়ী হয়েছি, তাই এই পথটা আমার পরিচিত। শিল্পীদের জন্য অনেক কিছুই করার ইচ্ছা আছে। আমরা সবাই মিলে পরিকল্পনা করে এগোতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত